পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rajnath Singh: আগে কেউ শুনত না, এখন বিশ্ব গুরুত্ব দিয়ে শোনে ভারতের কথা; সেনা দিবসে দাবি রাজনাথের - রাজনাথ সিং

রবিবার সেনা দিবস (Army Day) উপলক্ষে সেনা বাহিনীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷

ETV Bharat
রাজনাথ সিং

By

Published : Jan 15, 2023, 10:45 PM IST

নয়াদিল্লি, 15 জানুয়ারি: রবিবার 75 তম সেনা দিবস পালন করল ভারত ৷ এই বিশেষ দিনে দেশের প্রতিরক্ষা বাহিনীকে ভবিষ্যতের যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকার আহ্বান জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ স্বাধীন ভারতের সেনা বাহিনীর প্রথম ফিল্ড মার্শাল কোদান্দেরা এম চারিপ্পার স্মরণে প্রতি বছর 15 জানুয়ারি সেনা দিবস হবে পালন করা হয় ভারতে (Army Day of India) ৷

এবার সেনা দিবসের মূল অনুষ্ঠান হয় কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে ৷ এই প্রথম নয়াদিল্লির বাইরে কোনও শহরে সেনা দিবসের প্যারেড অনুষ্ঠিত হল ৷ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে আরও বেশি সংখ্যক মানুষের কাছে সেনা দিবসের অনুষ্ঠান পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে ৷ এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান, প্রত্যেক শক্তিশালী দেশের মতো ভারতীয় সেনাকেও যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে ও পরাক্রমী হয়ে উঠতে হবে (Rajnath Singh praises Army) ৷

প্রতিরক্ষামন্ত্রীর কথায়, "আন্তর্জাতিক মঞ্চে ভারতের গ্রহণযোগ্যতা বেড়েছে ৷ সেই সূত্রের রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের মাঝে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের নিরাপদে উদ্ধার করে আনা সম্ভব হয়েছে ৷" রাজনাথের কথায়, আগে যখন ভারত কথা বলত কেউ গুরুত্ব দিত না ৷ কিন্তু এখন ভারত কিছু বললে বিশ্ব তা গুরুত্ব দিয়ে শোনে ৷ ইউক্রেন থেকে ভারতীয় পড়ুয়াদের ফিরিয়ে আনা তারই একটি উদাহরণ ৷

আরও পড়ুন:রিমোট ভোটিং মেশিন নিয়ে বিরোধীদের বৈঠক, অনুপস্থিত তৃণমূল-সপা-এনসিপি

ভারতীয় সেনার কাছে এই দিনটির গুরুত্ব বিশেষ ৷ সেনা পদক, শৌর্য পদক এদিন প্রদান করা হয়ে থাকে ৷ সেনা দিবস উপলক্ষে এদিন টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ তিনি জানান, প্রত্যেক ভারতবাসী দেশের সেনা বাহিনীর জন্য গর্বিত ও তাদের কাছে কৃতজ্ঞ ৷ যেকোনও বিপদের সময়ে ঝাপিয়ে পড়ে তারাই দেশকে সুরক্ষিত রেখেছে ৷ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিও সেনা দিবসে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details