পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rajnath Singh: ছায়াযুদ্ধ চালাচ্ছে পাকিস্তান ! কাবুল প্রশ্নে কৌশল বদলের ভাবনা দিল্লির

আফগানিস্তানে (Afghanistan) তালিবান (Taliban) যে পরিস্থিতি তৈরি করেছে, তারপর কৌশল বদলের তথা ভাবছে ভারত ৷ জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) ৷ সন্ত্রাস প্রশ্নে তিনি একহাত নিয়েছেন পাকিস্তানকে (Pakistan) ৷

Rajnath Singh Slams Pakistan, says India forced to rethink strategy after Afghanistan situation
ছায়াযুদ্ধ চালাচ্ছে পাকিস্তান ! কাবুল প্রশ্নে কৌশল বদলের ভাবনা দিল্লির

By

Published : Aug 29, 2021, 5:44 PM IST

নয়াদিল্লি, 29 অগস্ট:আফগানিস্তানে (Afghanistan) তালিবান (Taliban) সন্ত্রাস নিয়ে যখন উদ্বেগে গোটা বিশ্ব, তখনই নাশকতা প্রশ্নে নাম না-করে পাকিস্তানকে (Pakistan) একহাত নিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) ৷ তাঁর অভিযোগ, সন্ত্রাসবাদকে নিজেদের রাষ্ট্রীয় নীতির অবিচ্ছেদ্য অংশ করে ফেলেছে প্রতিবেশী দেশ ৷ ভারতের কাছে দু‘টি যুদ্ধে হারার পর তারা ছায়াযুদ্ধ শুরু করেছে বলেও তোপ দাগেন রাজনাথ ৷ এ ছাড়াও আফগান পরিস্থিতির কথায় বিচার করে দিল্লি কৌশল বদলের কথা ভাবছে বলে তিনি জানিয়েছেন ৷

রবিবার তামিলনাড়ুর ওয়েলিংটনে ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজের ছাত্র ও শিক্ষকদের সঙ্গে আলোচনা-চক্রে রাজনাথ সিং বলেন, "দুটি যুদ্ধে হারার পর ছায়াযুদ্ধ শুরু করেছে আমাদের অন্যতম প্রতিবেশী দেশ (পাকিস্তান) ৷ তাদের রাষ্ট্রনীতির অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে সন্ত্রাসবাদ ৷ ভারতকে নিশানা করার জন্য তারা সন্ত্রাসবাদীদের হাতে অস্ত্র ও অর্থ তুলে দিচ্ছে ৷ তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করছে ৷" মন্ত্রীর কথায়, সীমান্তে কঠিন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও দেশের মানুষ এখন জানেন যে, দেশের জাতীয় নিরাপত্তার সঙ্গে কোনওভাবেই আপোষ করা হবে না ৷

ছায়াযুদ্ধ চালাচ্ছে পাকিস্তান ! কাবুল প্রশ্নে কৌশল বদলের ভাবনা দিল্লির

আরও পড়ুন: Afghan Refugees : তালিবান শাসিত আফগানিস্তান ছাড়তে পারে 5 লক্ষ আফগান

দেশের শক্তিবৃদ্ধির জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি সফল হয়েছে বলেও মত রাজনাথের ৷ তিনি বলেন, ‘‘2016 সালে সীমান্ত-পারের হামলায় দেশবাসীর ইতিবাচক ভাবনাই বদলে গিয়েছিল ৷ 2019 সালে বালাকোট বিমানহানার পরই সেই আত্মবিশ্বাস পুনরুদ্ধার হয় ৷’’

আরও পড়ুন:Kabul Airport : তালিবানি কব্জায় কাবুল বিমান্দবন্দরের একাংশ, সতর্কবার্তা আমেরিকার

আফগানিস্তানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা দেশের পক্ষে যথেষ্ট উদ্বেগের বলে মনে করেন রাজনাথ ৷ তাঁর কথায়, "আফগানিস্তানের পরিবর্তিত পরিস্থিতি আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ...এই অবস্থা আমাদের নীতি ও কৌশলগুলি নিয়ে পুনরায় ভাবনা-চিন্তা করতে বাধ্য করেছে ৷ আমরা আমাদের কৌশলের পরিবর্তন করছি এবং আত্মনির্ভর সংগ্রাম পরিকাঠামো তৈরি করছি ৷"

আরও পড়ুন :Joe Biden : আগামী 24-36 ঘণ্টায় ফের জঙ্গি হামলার সম্ভাবনা কাবুল বিমানবন্দরে, সতর্ক করলেন বাইডেন

এদিন চিন প্রসঙ্গেও মুখ খোলেন প্রতিরক্ষা মন্ত্রী ৷ তিনি বলেন, "ভারত-চিন (India-China) দ্বন্দ্বের সময় যখন চিনা বাহিনী জোর করে ভারতের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিল, তখন রাত 11টায় আমি সেনাপ্রধানের সঙ্গে কথা বলি...পরিস্থিতি খুবই জটিল ছিল ৷ সেই অবস্থাতেও আমাদের বাহিনী যে সাহসিকতার সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করেছে, তা প্রশংসনীয় ৷ আমাদের নিরাপত্তা বাহিনী এটা আবারও প্রমাণ করছেন যে, জাতীয় সুরক্ষার স্বার্থে যে কোনও অবস্থায়, যে কোনও শত্রুকে মোকাবিলা করতে তারা প্রস্তুত ৷"

ABOUT THE AUTHOR

...view details