নয়াদিল্লি, 13 অক্টোবর : মহাত্মা গান্ধি (Mahatma Gandhi) সাভারকরকে (Savarkar) ব্রিটিশ সরকারের কাছে ক্ষমা চাওয়ার পিটিশন (Mercy Petition) দায়ের করতে অনুরোধ জানিয়েছিলেন ৷ আর মার্কস (Marxist) ও লেনিনের (Leninist) আদর্শে বিশ্বাসী মানুষজন সাভারকরকে ফ্যাসিস্ট (fascist) বলে দাগিয়ে ভুল অভিযোগ করেন ৷ মঙ্গলবার "বীর সাভারকর : দ্য ম্যান হু কুড হ্যাভ প্রিভেন্টেড পার্টিশন" (Veer Savarkar: The Man Who Could Have Prevented Partition) বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এমন বিস্ফোরক মন্তব্য করেন প্রতিরক্ষামন্ত্রী (Defence Minister) রাজনাথ সিং (Rajnath Singh) ৷
মন্ত্রী বলেন, "সাভারকরকে নিয়ে মিথ্যে কথা রটনো হয়েছে ৷ বারবার এটাই প্রচার করা হয়েছে যে, তিনি ব্রিটিশ সরকারের কাছে তাঁর মুক্তির জন্য মার্সি পিটিশন ফাইল করেছিলেন ৷ মহাত্মা গান্ধি তাঁকে মার্সি পিটিশন ফাইল করতে বলেছিলেন ৷ তাঁর কথা অনুসারে কাজ করেছিলেন সাভারকর ৷" রাজনাথ সিং জানান, মহাত্মা গান্ধি ভারতের স্বাধীনতার জন্য শান্তিপূর্ণ ভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন ৷ তেমন ভাবেই সাভারকরও আন্দোলন চালিয়ে যান, এটা চেয়ে সাভারকরের মুক্তির অনুরোধ করেছিলেন গান্ধি ৷ কিন্তু সাভারকরই মার্সি পিটিশন ফাইল করে ক্ষমা চেয়েছিলেন, এই কথা বলে মানুষ তাঁকে কলঙ্কিত করার চেষ্টা করে, জানান প্রতিরক্ষামন্ত্রী ৷