পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rajnath Singh: ভারতের মহাকাশ গবেষণায় সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞানী হওয়ার প্রেরণা দিচ্ছে, মত রাজনাথ সিংয়ের

Rajnath Singh on ISROs Space Missions: লোকসভায় বৃহস্পতিবার চন্দ্রযান-3 মিশনের সাফল্য ও ভারতের নানা সফলতা নিয়ে আলোচনা হয় ৷ সেই আলোচনায় অংশ নেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ তিনি জানান, ভারতের মহাকাশ গবেষণায় সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞানী হওয়ার প্রেরণা দিচ্ছে ৷

Rajnath Singh
Rajnath Singh

By ETV Bharat Bangla Team

Published : Sep 21, 2023, 4:56 PM IST

নয়াদিল্লি, 21 সেপ্টেম্বর: চন্দ্রযান-3 এবং আদিত্য এল-1 এর সাফল্য শিশুদের ভবিষ্যতে বিজ্ঞানী হওয়ার অনুপ্রেরণা যোগাবে ৷ বৃহস্পতিবার লোকসভায় এই কথাই জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ সংসদের বিশেষ অধিবেশনের চতুর্থ দিনে লোকসভায় চন্দ্রযান মিশনের সাফল্য ও ভারতের অন্যান্য সফলতা নিয়ে আলোচনা হয় ৷ সেই আলোচনা অংশ নিয়ে এই কথাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সদস্য ৷

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, "প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সংস্কৃতি ও বিজ্ঞান দুটোকেই সমান গুরুত্ব দিচ্ছি । আমি দেশের প্রতিরক্ষা মন্ত্রী, এখানে আসার সময় প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ভাবছিলাম, চন্দ্রযান-3 মিশনকে কে কীভাবে দেখব ?’’

বিতর্ক চলাকালীন রাজনাথ সিং অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কথাও উল্লেখ করেন । তিনি আরও জানান যে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার গঙ্গা নদীর বেহাল দশা ঠিক করার জন্য কর্মসূচি শুরু করেছে । তিনি বলেন, "বিজ্ঞান এবং সংস্কৃতির মধ্যে একটি সংযোগ রয়েছে । ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র প্রধান এস সোমনাথ এবং তাঁর সহকর্মীরা আর্যভট্ট ও অন্যদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছেন ৷’’

তিনি আরও বলেন, "আমি আরেকটি কথা বলতে চাই, চন্দ্রযান-3 এর সাফল্য নারীদের গুরুত্ব এবং তাঁদের ক্ষমতাকে তুলে ধরেছে । চন্দ্রযান-3 এর সাফল্যও কোনও ব্যতিক্রম নয় । আমরা চাঁদ ও সূর্যকে স্পর্শ করতে প্রস্তুত । ভারত 424টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে । যার মধ্যে 389টি গত নয় বছরে উৎক্ষেপণ করা হয়েছে ৷”

উল্লেখ্য, গত 23 অগস্ট, চন্দ্রযান-3 চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিংয়ে সফল হওয়ার পর ভারত ইতিহাস তৈরি করেছিল । আদিত্য এল-1 এর উৎক্ষেপণও সফল হয়েছে ৷ ওই মিশনে সূর্য নিয়ে গবেষণা করছে ইসরো ৷

অন্যদিকে লোকসভায় কংগ্রেসের নেতা অধীররঞ্জন চৌধুরীর নেতৃত্বে বিরোধী সদস্যরা রাজনাথ সিংয়ের কিছু মন্তব্যে আপত্তি তোলেন ।

আরও পড়ুন:কবে সূর্যের খুব কাছে চলে যাবে আদিত্য এল1 স্যাটেলাইট ? জানাল ইসরো

ABOUT THE AUTHOR

...view details