নয়াদিল্লি, 21 সেপ্টেম্বর: চন্দ্রযান-3 এবং আদিত্য এল-1 এর সাফল্য শিশুদের ভবিষ্যতে বিজ্ঞানী হওয়ার অনুপ্রেরণা যোগাবে ৷ বৃহস্পতিবার লোকসভায় এই কথাই জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ সংসদের বিশেষ অধিবেশনের চতুর্থ দিনে লোকসভায় চন্দ্রযান মিশনের সাফল্য ও ভারতের অন্যান্য সফলতা নিয়ে আলোচনা হয় ৷ সেই আলোচনা অংশ নিয়ে এই কথাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সদস্য ৷
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, "প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সংস্কৃতি ও বিজ্ঞান দুটোকেই সমান গুরুত্ব দিচ্ছি । আমি দেশের প্রতিরক্ষা মন্ত্রী, এখানে আসার সময় প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ভাবছিলাম, চন্দ্রযান-3 মিশনকে কে কীভাবে দেখব ?’’
বিতর্ক চলাকালীন রাজনাথ সিং অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কথাও উল্লেখ করেন । তিনি আরও জানান যে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার গঙ্গা নদীর বেহাল দশা ঠিক করার জন্য কর্মসূচি শুরু করেছে । তিনি বলেন, "বিজ্ঞান এবং সংস্কৃতির মধ্যে একটি সংযোগ রয়েছে । ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র প্রধান এস সোমনাথ এবং তাঁর সহকর্মীরা আর্যভট্ট ও অন্যদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছেন ৷’’