পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rajnath Singh: সেনা ভুল সিদ্ধান্ত নিলেও পাশে থাকবে সরকার, বিরোধীদের বিঁধে মন্তব্য রাজনাথের - BSF

সেই নিয়ে এদিন বিরোধীদেরও নিশানা করেন রাজনাথ ৷ বলেন, ‘‘কিছু রাজনৈতিক দল জওয়ানদের সাহসিকতা নিয়ে প্রশ্ন তোলেন ৷ তাঁরা নেতৃত্বের নাম নেন বটে, কিন্তু রাজনীতিকরা সীমান্তে যুদ্ধ করতে যান না ৷ যুদ্ধ করেন জওয়ানরা ৷’’

Rajnath Singh says Modi government will stand by armed force even if they take wrong decisions unknowingly
রবিবার লখনউয়ে রাজনাথ ।

By

Published : Nov 14, 2021, 7:22 PM IST

লখনউ, 14 নভেম্বর: একাধিক রাজ্যে সীমান্তরক্ষী বাহিনীর কাজের পরিসর বৃদ্ধি নিয়ে সমালোচনার মুখে কেন্দ্র । তার মধ্যেই সেনাকে আরও ছাড় দিয়ে বসলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ ৷ জানিয়ে দিলেন, সেনার হাত বেঁধে রাখার পক্ষপাতী নয় কেন্দ্র । বরং তারা যা সিদ্ধান্ত নেবে, তা সমর্থন করবে সরকার । সেই সিদ্ধান্ত যদি ভুলও হয়ে থাকে, তাহলেও পাশে থাকবে কেন্দ্র ।

রবিবার লখনউয়ে অখিল ভারতীয় পূর্ব সৈনিক সেবা পরিষদের রজত জয়ন্তীর অনুষ্ঠানে বক্তৃতা করেন রাজনাথ । সেখানে তিনি বলেন, ‘‘আমরা কখনওই সশস্ত্র বাহিনীর হাত বেঁধে রাখব না ৷ তাদের নিজেদের সিদ্ধান্ত নিতে হবে ৷ সেই সিদ্ধান্ত যা-ই হোক না কেন, আমরা পাশে থাকব ৷ প্রতিরক্ষামন্ত্রী হিসেবে বলছি, অজান্তে যদি ভুল সিদ্ধান্তও নেওয়া হয়, তাতেও পাশে থাক আমরা ৷’’

আরও পড়ুন:Jawaharlal Nehru Anniversary: সংসদে নেহরুকে শ্রদ্ধা জানাতে গরহাজির কেন্দ্রীয় মন্ত্রীরা, নিন্দায় সরব কংগ্রেস-তৃণমূল

চিনের সঙ্গে সীমান্ত সংঘাত নিয়ে সম্প্রতি কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণে শান দিয়েছেন বিরোধীরা ৷ এত দিন একচুল জমি হাতছাড়া হয়নি বলে দাবি করে এলেও, অরুণাচলে ঢুকে চিন আস্ত গ্রাম গড়ে তুলে ফেলেছে বলে ধরা পড়েছে আমেরিকার রিপোর্টেই ৷ তাতেই দেশবাসীকে বিভ্রান্ত করার অভিযোগ তুলছেন বিরোধীরা ৷

সেই নিয়ে এদিন বিরোধীদেরও নিশানা করেন রাজনাথ ৷ বলেন, ‘‘কিছু রাজনৈতিক দল জওয়ানদের সাহসিকতা নিয়ে প্রশ্ন তোলেন ৷ তাঁরা নেতৃত্বের নাম নেন বটে, কিন্তু রাজনীতিকরা সীমান্তে যুদ্ধ করতে যান না ৷ যুদ্ধ করেন জওয়ানরা ৷’’

আরও পড়ুন: CJI :‘অষ্টম শ্রেণিতে প্রথম ইংরেজি পাঠ, সুবক্তা নই’, দিল্লি দূষণের শুনানিতে কেন্দ্রকে শ্লেষ প্রধান বিচারপতির

নাম না করে পাকিস্তানকেও একহাত নেন রাজনাথ ৷ তাঁর দাবি, একটি দেশ এত দিন স্বেচ্ছাচারিতা চালিয়ে গেলেও, 2014-র পর পরিস্থিতি পাল্টে গিয়েছে ৷ 1971-এর যুদ্ধের প্রসঙ্গ টেনে রাজনাথ বলেন, ‘‘মানুষ ইতিহাস পড়েন ৷ কিন্তু 1972-এর যুদ্ধ অংশ নিয়েছিলেন যে জওয়ানরা, তাঁরা ইতিহাস তৈরি করেছেন ৷ সেনাকে নিয়ে গর্বিত আমরা ৷ পাকিস্তানকে হারিয়ে আমরা বুঝিয়ে দিয়েছিলাম, দুই দেশের মধ্যে কোনও তুলনাই চলে না ৷ 1971 সালেই বিশ্বের কাছে সেই বার্তা পৌঁছে গিয়েছিল ৷’’ বিগত কয়েক বছরে বিশ্ব দরবারে ভারতের সম্মান আগের তুলনায় বেড়েছে বই কমেনি বলেও দাবি করেন রাজনাথ ৷

ABOUT THE AUTHOR

...view details