পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rajnath Singh: গিলগিট, বাল্টিস্তান পুনরুদ্ধার করাই লক্ষ্য ! পাকিস্তানকে হুঁশিয়ারি রাজনাথের

পাকিস্তানের দখলদারি থেকে গিলগিট এবং বাল্টিস্তান (Gilgit and Baltistan) অঞ্চল পুনরুদ্ধার করাই ভারতের লক্ষ্য ৷ 'শৌর্য দিবস' (Shaurya Diwas)-এর অনুষ্ঠানে হাজির হয়ে পাকিস্তানকে (Pakistan) হুঁশিয়ারি দিয়ে বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) ৷

Rajnath Singh says India will reclaim Gilgit and Baltistan from Pakistan
Rajnath Singh: গিলগিট, বাল্টিস্তান পুনরুদ্ধার করাই লক্ষ্য ! পাকিস্তানকে হুঁশিয়ারি রাজনাথের

By

Published : Oct 27, 2022, 5:18 PM IST

বদগাম (জম্মু-কাশ্মীর), 27 অক্টোবর:পাক অধিকৃত কাশ্মীরে (PoK) বসবাসকারী ভারতীয়দের সঙ্গে অমানবিক আচরণ করার জন্য পড়শি পাকিস্তানের (Pakistan) সমালোচনায় সরব হলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) ৷ বৃহস্পতিবার প্রতিবেশীকে হুঁশিয়ারি দিতে গিয়ে তিনি বলেন, ভারত গিলগিট এবং বাল্টিস্তান (Gilgit and Baltistan) অঞ্চল পুনরুদ্ধারের সিদ্ধান্ত নিয়েছে ৷ 76তম পদাতিক দিবস (76th Infantry Day) উপলক্ষে এদিন ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) তরফে 'শৌর্য দিবস' (Shaurya Diwas) পালন করা হয় ৷ সেই অনুষ্ঠানে যোগ দিতে মধ্য কাশ্মীরের বদগাম জেলায় পৌঁছে যান রাজনাথ ৷ অনুষ্ঠান মঞ্চে ভাষণ দেওয়ার সময়েই পাকিস্তানকে হুঁশিয়ারি দেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ৷

রাজনাথের অভিযোগ, "বেশ কিছু জায়গা, যেগুলি পাকিস্তান বেআইনিভাবে দখল করে রেখেছে, সেখানে আজও উন্নয়ন পৌঁছয়নি ৷ পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয়দের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে, তার জন্য পাকিস্তান সম্পূর্ণ রূপে দায়ী ৷ তবে, সময় এলে পাকিস্তানকেও এর ফল ভোগ করতে হবে ৷ আজ জম্মু-কাশ্মীর এবং লাদাখ অঞ্চল উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছে ৷ কিন্তু, এটা সূচনা মাত্র ৷ 1994 সালের 22 ফেব্রুয়ারি সংসদে যে প্রস্তাব সর্বসম্মতভাবে পাশ হয়েছিল, তাকে কার্যকর করাই আমাদের উদ্দেশ্যে ৷ গিলগিট এবং বাল্টিস্তানের মতো কিছু অঞ্চল, যা আজও পাকিস্তানের দখলে রয়ে গিয়েছে, সেগুলিকে পুনরুদ্ধার করাই আমাদের লক্ষ্য ৷"

সেনাবাহিনীর অনুষ্ঠানে রাজনাথ সিং ৷

আরও পড়ুন:কাশ্মীর থেকে উত্তরপূর্ব ভারত, 8 বছরে উন্নত নিরাপত্তার দাবি শাহের

রাজনাথের দাবি, আগে কিছু ভারতবিরোধী শক্তি ধর্মের নামে জম্মু-কাশ্মীরে অশান্তি ছড়ানোর চেষ্টা করত ৷ কিন্তু, এখন এখানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে ৷ সরকার এবং সশস্ত্রবাহিনীর চেষ্টাতেই এমনটা সম্ভব হয়েছে ৷ রাজনাথের কথায়, "সন্ত্রাসবাদীদের কোনও ধর্ম হয় না ৷ তারা মানবতার শত্রু ৷ মানুষের একটি মৌলিক অধিকারও যদি লঙ্ঘিত হয়, তাহলে তা কোনও আদর্শ সমাজে গ্রহণযোগ্য হতে পারে না ৷ জম্মু-কাশ্মীর এবং লাদাখে উন্নয়নের দরজা খুলে গিয়েছে ৷ এই দুই কেন্দ্রশাসিত এলাকার মানুষ ভারত সরকারের বিভিন্ন জনকল্য়াণমুখী প্রকল্পের সুবিধা পাচ্ছে ৷"

প্রসঙ্গত, চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার কেন্দ্রের কোনও হেভিওয়েট মন্ত্রী জম্মু-কাশ্মীর সফরে এলেন ৷ এর আগে গত 4 অক্টোবর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তিনদিনের সফরে এখানে আসেন ৷ অন্যদিকে, রাজনাথ জম্মু-কাশ্মীরের পর দু'দিনের সফরে লাদাখও যাবেন ৷

ABOUT THE AUTHOR

...view details