বদগাম (জম্মু-কাশ্মীর), 27 অক্টোবর:পাক অধিকৃত কাশ্মীরে (PoK) বসবাসকারী ভারতীয়দের সঙ্গে অমানবিক আচরণ করার জন্য পড়শি পাকিস্তানের (Pakistan) সমালোচনায় সরব হলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) ৷ বৃহস্পতিবার প্রতিবেশীকে হুঁশিয়ারি দিতে গিয়ে তিনি বলেন, ভারত গিলগিট এবং বাল্টিস্তান (Gilgit and Baltistan) অঞ্চল পুনরুদ্ধারের সিদ্ধান্ত নিয়েছে ৷ 76তম পদাতিক দিবস (76th Infantry Day) উপলক্ষে এদিন ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) তরফে 'শৌর্য দিবস' (Shaurya Diwas) পালন করা হয় ৷ সেই অনুষ্ঠানে যোগ দিতে মধ্য কাশ্মীরের বদগাম জেলায় পৌঁছে যান রাজনাথ ৷ অনুষ্ঠান মঞ্চে ভাষণ দেওয়ার সময়েই পাকিস্তানকে হুঁশিয়ারি দেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ৷
রাজনাথের অভিযোগ, "বেশ কিছু জায়গা, যেগুলি পাকিস্তান বেআইনিভাবে দখল করে রেখেছে, সেখানে আজও উন্নয়ন পৌঁছয়নি ৷ পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয়দের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে, তার জন্য পাকিস্তান সম্পূর্ণ রূপে দায়ী ৷ তবে, সময় এলে পাকিস্তানকেও এর ফল ভোগ করতে হবে ৷ আজ জম্মু-কাশ্মীর এবং লাদাখ অঞ্চল উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছে ৷ কিন্তু, এটা সূচনা মাত্র ৷ 1994 সালের 22 ফেব্রুয়ারি সংসদে যে প্রস্তাব সর্বসম্মতভাবে পাশ হয়েছিল, তাকে কার্যকর করাই আমাদের উদ্দেশ্যে ৷ গিলগিট এবং বাল্টিস্তানের মতো কিছু অঞ্চল, যা আজও পাকিস্তানের দখলে রয়ে গিয়েছে, সেগুলিকে পুনরুদ্ধার করাই আমাদের লক্ষ্য ৷"