মুম্বই, 18 ডিসেম্বর: আগামিদিনে জাহাজ নির্মাণের (Shipbuilding) ক্ষেত্রে বিশ্বে অগ্রণী ভূমিকা পালন করবে ভারত (India) ৷ রবিবার আত্মবিশ্বাসের সঙ্গে এমনটাই দাবি করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ নাথ সিং (Rajnath Singh) ৷ এদিন যাত্রা হয় আইএনএস মর্মুগাওয়ের (INS Mormugao) ৷ সেই উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী ৷
তিনি বলেন, "আইএনএস মর্মুগাও ভারতের তৈরি অন্যতম শক্তিশালী যুদ্ধজাহাজ ৷ সামুদ্রিক প্রতিযোগিতায় ভারতের উত্থানে এই জাহাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ৷ আইএনএস মর্মুগাও বিশ্বের অন্যতম অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র বহনকারী যুদ্ধজাহাজ ৷"
মন্ত্রীর বক্তব্য, "আইএনএস মর্মুগাওয়ে যে ব্যবস্থাপনা প্রয়োগ করা হয়েছে, তা শুধুমাত্র বর্তমানের নয়, বরং ভবিষ্যতেরও প্রয়োজন পূরণ করবে ৷ এই জাহাজ আমাদের দেশীয় সামরিক উৎপাদনের ক্ষমতারও প্রমাণ ৷" আর এরপরই রাজনাথ বলেন, আগামিদিনে জাহাজ নির্মাণের ক্ষেত্রে বিশ্বের প্রধান দেশগুলির মধ্য়ে অন্যতম হবে ভারত ৷ তখন অন্য়ান্য দেশের জন্যও ভারত জাহাজ তৈরি করবে ৷
আরও পড়ুন:গালওয়ান, তাওয়াংয়ে ভারতীয় সেনা প্রশংসনীয় সাহসিকতা দেখিয়েছে, বললেন রাজনাথ
প্রসঙ্গত, ভারতীয় নৌবাহিনীতে 'বিশাখাপত্তনম' (Visakhapatnam) শ্রেণির চারটি যুদ্ধজাহাজ অন্তর্ভুক্ত করা হবে ৷ এর প্রত্য়েকটিই সম্পূর্ণভাবে ভারতীয় প্রযুক্তিতে তৈরি ৷ সেই তালিকায় দুই নম্বর সংযোজন হল এই আইএনএস মর্মুগাও ৷ ভারতীয় নৌবাহিনীর নিজস্ব শাখা সংস্থা ওয়ারশিপ ডিজাইন ব্যুরো এই জাহাজের নকশা তৈরি করেছে ৷ আর সেই নকশা অনুসারে জাহাজটি তৈরি করেছে মুম্বইয়ের মাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেড ৷ এদিনের অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন চিফ অফ ডিভেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, নৌবাহিনীর প্রধান আর হরি কুমার, গোয়ার রাজ্যপাল পি এস শ্রীধরন পিল্লাই, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত-সহ অন্যরা ৷ প্রসঙ্গত, এদিন মুম্বইয়ে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল ৷