জম্মু, 26 জুন: সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের আসল অর্থ কী, তা নিজেদের পদক্ষেপের মাধ্যমে সারা বিশ্বকে বুঝিয়ে দিয়েছে ভারত ৷ সোমবার এই বার্তা দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, ভারত আরও শক্তিশালী হয়ে উঠছে ৷ প্রয়োজন হলে সীমান্তের এপার হোক বা ওপার, জঙ্গি নেটওয়ার্কগুলিতে আঘাত করতে সক্ষম ভারত ৷
এ দিন জম্মু বিশ্ববিদ্যালয়ে ন্যাশনাল সিকিউরিটি কনক্লেভে অংশ নেন প্রতিরক্ষামন্ত্রী ৷ সেখানেই তিনি এই মন্তব্য করেন ৷ তিনি বলেন, "পুলওয়ামা ও উরি, দু’টোই দুর্ভাগ্যজনক ঘটনা ছিল... প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) একটি সিদ্ধান্ত নিতে (সার্জিক্যাল স্ট্রাইক করার বিষয়ে) মাত্র 10 মিনিট সময় নিয়েছিলেন, যা তাঁর দৃঢ় ইচ্ছাশক্তির পরিচয় দেয় । আমাদের বাহিনী কেবল এবারে জঙ্গিদের নিকেশ করেনি ৷ বরং সীমান্তের ওপারেও গিয়েছিল তাদের শেষ করতে ৷’’
প্রায় 40 মিনিট সেখানে ভাষণ দেন প্রতিরক্ষামন্ত্রী ৷ সেখানে তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে একাধিক বিষয়ে কথা বলেন ৷ জঙ্গি সংগঠনগুলিকে নির্মূল করতে সব দেশই বদ্ধপরিকর বলে তিনি জানান ৷ পাশাপাশি কটাক্ষ করেন পাকিস্তানকে ৷ তাঁর কথায়, কাশ্মীরে উত্তেজনা ছড়ানোর জন্য ইন্ধন জোগানো বন্ধ করে পাকিস্তানকে নিজেদের ঘর আগে সামলানো উচিত ৷
2016 সালের সার্জিক্যাল স্ট্রাইক বা 2019 সালের বালাকোটে এয়ার স্ট্রাইক নিয়ে রাজনাথ সিং বলেন, “ভারত আগের মতো নেই । এটি আরও শক্তিশালী হচ্ছে । প্রয়োজনে ভারত এপারে আঘাত করতে পারে । সীমান্ত ও সীমান্তের ওপারেও যেতে পারে ।"
আরও পড়ুন:চিনকে আটকাতে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজুবত করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র
ওই কনক্লেভ থেকে আগের ইউপিএ সরকারকেও তিনি নিশানা করেন ৷ তাঁর দাবি, পাকিস্তান হাজার হাজার নিরপরাধকে হত্যা করেছে ৷ দেশকে রক্তাক্ত করার ঘৃণ্য প্রচেষ্টা চালিয়েছে ৷ তার পরও পাকিস্তান মদত দেওয়া সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে ।