পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারত-চিন সীমান্ত সমস্যা সমাধানের চেষ্টায় আজ লাদাখে রাজনাথ সিং - হট স্প্রিং

একবছর আগে দেশজুড়ে লকডাউনের সময় ভারত-চিন সীমান্তে এলএসি (LAC)-তে ভারত-চিন সেনার মধ্য়ে সংঘর্ষের খবর ছাপিয়ে গিয়েছিল করোনা সংক্রমণকে ৷ এর পর বারে বারে বৈঠকের ফলে ফেব্রুয়ারি মাসে সেনা সরানোর প্রক্রিয়া শুরু করেছে দু'দেশই ৷ তা সত্ত্বেও সীমান্ত দখলের লড়াইয়ে পিএলএ-র সংখ্যা বাড়িয়ে চলেছে চিন ৷ অবস্থা খতিয়ে দেখতে আজ লাদাখ যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷

আজ লাদাখে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
আজ লাদাখে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

By

Published : Jun 27, 2021, 10:05 AM IST

নিউ দিল্লি, 27 জুন : একদিকে জম্মু-কাশ্মীরে নির্বাচন ঘিরে নানা মত আর অন্যদিকে ভারত-চিন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC)-এ পিএলএ (People of Liberation Army) হঠানো, এই দুটি সমস্যা সমাধানে উঠেপড়ে লেগেছে কেন্দ্র ৷ আজ দু'দিনের সফরে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লাদাখে যাচ্ছেন ৷ এলএসি-তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের একবছর পার হয়েছে ৷ ফেব্রুয়ারি মাসে ভারত-চিন দু'পক্ষই প্যানগং তাও থেকে তাদের সৈন্যবাহিনী, ট্যাঙ্ক, সাময়িক আস্তানাগুলি সরাতে শুরু করে ৷ খুব শিগগিরি এ নিয়ে 12তম বৈঠকে বসবে দুই দেশের সেনাপ্রধান, জানিয়েছে বিদেশমন্ত্রক ৷

সূত্র অনুযায়ী, ভারতের সীমান্ত রক্ষার স্বার্থে বিশাল সেনাবাহিনী, প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র, ট্যাঙ্ক আর প্রয়োজনীয় অন্যান্য পরিকাঠামো রয়েছে ওই অঞ্চলে ৷ এলএসি (LAC)-তে চিনও পিএলএ (PLA)-র সেনা বাড়িয়ে চলেছে ৷ তাই চিনের বিরুদ্ধে ভারতের সেনাবাহিনীর অবস্থান, চলতে থাকা বিবাদের সমাধানের রাস্তা খুঁজে বার করাও এই সরকারি পরিদর্শনের প্রধান লক্ষ্য ৷

আরও পড়ুন : মোদির উদ্যোগে খুশি হলেও ভূস্বর্গে 370 ফেরানোর দাবিতে অনড় ওমর

2019-এর 5 অগস্টের আগে লাদাখ যখন জম্মু-কাশ্মীরের অন্তর্ভুক্ত ছিল ৷ সেই সময়ের তুলনায় এখন লাদাখের রাজনৈতিক গুরুত্ব বদলেছে ৷ স্বতন্ত্র কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হওয়ায় এখন এই সীমান্ত অঞ্চলটি রক্ষা করা সহজ হয়েছে ৷ প্রাক-2019 সময়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র ছিল লাদাখের প্যানগং লেক ৷ গত দু'বছরে এখানে দু'পক্ষের সেনার মধ্যে সংঘর্ষ চরম পর্যায়ে পৌঁছানোর খবরে পর্যটক শূন্য হয়ে গিয়েছে এই বিতর্কিত অঞ্চল ৷ অঞ্চলের অর্থনীতি অনেকাংশেই পর্যটনের উপর নির্ভরশীল ৷ অথচ চিন এর মধ্যেই প্যানগংয়ে তার ভাগের অঞ্চলটিকে পর্যটন কেন্দ্র হিসেবে ঢেলে সাজাতে শুরু করে দিয়েছে ৷ তাই রাজনাথ সিংয়ের এই পরিদর্শনে প্যানগংয়ে পর্যটন পুনরুদ্ধারের বিষয়টিও প্রাধান্য পাবে ৷

হট স্প্রিং, গোগরা, ডেসপ্যাং-সহ অনেকগুলি জায়গা থেকে সেনা সরানো প্রক্রিয়া শুরুর পর পূর্ব লাদাখে ভারতীয় সেনার সামগ্রিক অবস্থানও তিনি নিজের চোখে খতিয়ে দেখবেন ৷ বৃহস্পতিবারই ভারতের তরফে জানানো হয়েছে চিন ওই এলএসি (LAC)-তে স্থিতাবস্থা ভেঙে নিজের সেনার সংখ্যা বাড়িয়ে যাচ্ছে ৷ ওই অঞ্চলে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় না থাকলে, তার জন্য দায়ী থাকবে চিন ৷ এর প্রত্যুত্তরে চিন জানিয়েছিল "দখলদারি আর হুমকি"-র বিরুদ্ধেই তাদের এই পদক্ষেপ ৷ আর এই বাক্যালাপের পরই প্রতিরক্ষামন্ত্রীর লাদাখে যাওয়ার পরিকল্পনা ৷

ABOUT THE AUTHOR

...view details