রাজকোট, 10 ডিসেম্বর: রাজকোটের ধোরাজির আদর্শ স্কুলের পড়ুয়া হন্স চাওয়াড়িয়া ৷ নিজের বুদ্ধিমত্তা ও দক্ষতার মাধ্যমে একটি সাধারণ সাইকেলকে বৈদ্যুতিক সাইকেলে পরিণত করেছে সে ৷ সাইকেল এমনিতেই পরিবেশবান্ধব যান ৷ কিন্তু, সেটিকে পরিবেশবান্ধব রেখে আরও দ্রুতগতির যানে পরিণত করেছে নবম শ্রেণির এই ছাত্র ৷ আর তার এই উদ্ভাবনে, তাকে সাহায্য করেছে স্কুল কর্তৃপক্ষ ও সহপাঠীরা ৷ হন্সের এই সফল প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ ৷ ধোরাজির আদর্শ স্কুলের তরফে তাদের ল্যাবে পড়ুয়াদের এমন নানান উদ্ভাবনী কাজের সুযোগ করে দেওয়া হচ্ছে ৷
বর্তমানে ফাইভ-জি ইন্টারনেটের যুগে শিশু থেকে শুরু করে স্কুল, কলেজ এমনকী চাকুরিজীবীরাও দীর্ঘক্ষণ মোবাইল ফোনে ডুবে থাকেন ৷ বিশেষত, স্কুল পড়ুয়াদের মধ্যে অনলাইন মোবাইল গেমের আসক্তি মারাত্মকভাবে বেড়েছে ৷ সেখানেই রাজকোটের ধোরাজির আদর্শ স্কুলের নবম শ্রেণির পড়ুয়া হন্স চাওয়াড়িয়া এবং তার সতীর্থরা অবসর সময়কে নানান উদ্ভাবনী কাজে ব্যবহার করছে ৷ আর তারই নতুন সংযোজন বৈদ্যুৎতিক সাইকেল ৷ একটি সাধারণ সাইকেলকে নিজের চিন্তা শক্তি এবং দক্ষতার মাধ্যমে বিদ্যুৎচালিত সাইকেলে রূপান্তর করেছে হন্স ৷
স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্য কার্তিক পারেখ ইটিভি ভারতকে বলেন, ‘‘বর্তমানে বাচ্চারা এবং তরুণ প্রজন্ম তাদের সময় নষ্ট করছে সোশাল মিডিয়ার কার্যকলাপ এবং রিলে ৷ এর পাশাপাশি সোশাল মিডিয়ার মাধ্যম ও মোবাইলে অনলাইন গেমে ডুবে থাকছে যুবসমাজ ও স্কুল পড়ুয়ারা ৷ এমনকি অনলাইন বেটিংয়ের সঙ্গে জড়িয়ে পড়ছে অনেকে ৷ তাই শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার জন্য ধোরাজির আদর্শ এডুকেশন সোসাইটি শুরু থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে ৷ আর এই সাফল্য তারই ফল ৷’’
কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্যমী ও বুদ্ধিমান পড়ুয়াদের আদর্শ এডুকেশন সোসাইটি নানানরকম উদ্ভাবনী কাজে উৎসাহ দিচ্ছে ৷ এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের উচিত তাদের বুদ্ধিমত্তা ও সম্পদকে ব্যবহার করে নতুন কিছু উদ্ভাবন করা ৷ এমনটাই মনে করছে স্কুল কর্তৃপক্ষ ৷ মানুষের উপকারে ও তাদের প্রয়োজনে নতুন প্রজন্মকে এগিয়ে এসে কিছু করার আহ্বান জানিয়েছে তারা ৷ সেই উদ্দেশ্য স্কুলের ল্যাবরেটরিতে শিক্ষার্থীদের বুদ্ধিকে ব্যবহার করে নানান আবিষ্কার করা হচ্ছে ৷ প্রতিনিয়ত নতুন কিছু করার পরিকল্পনা এবং গবেষণা করে চলেছে এই স্কুলের পড়ুয়ারা ৷ আর এই কাজে সবচেয়ে বেশি উদ্যমী স্কুলের প্রিন্সিপাল পরেশ ভাঘেলা ৷
আরও পড়ুন:
- ওয়াই-ফাইয়ের বিকল্প তৈরি করে চমক দিলেন ওড়িশার পড়ুয়া
- 11 বছর বয়সেই গ্রহাণু আবিষ্কার, মহাকাশ গবেষণায় নজির হায়দরাবাদের পল্লম সিদ্ধিক্ষার
- আগামী বছর মহাকাশ গবেষণায় কী কী পরিকল্পনা রয়েছে ইসরোর, রাজ্যসভায় জানাল কেন্দ্র