নয়াদিল্লি, 21 অগস্ট: রাজীব গান্ধির রাজনৈতিক জীবন নৃশংসভাবে ভাবে শেষ করা হয়েছিল ৷ কিন্তু, রাজনৈতিক জীবনে অল্প সময়ের মধ্যেই তিনি একাধিক কৃতিত্ব অর্জন করেছিলেন ৷ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর 79 তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এমনটাই মন্তব্য করলেন তাঁর স্ত্রী তথা প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ রবিবার 25তম রাজীব গান্ধি জাতীয় সদভাবনা পুরস্কার অনুষ্ঠানে অংশ নেন সোনিয়া ৷ সেখানেই প্রাক্তন প্রধানমন্ত্রীর কৃতিত্ব এবং দেশ সেবা নিয়ে বক্তব্য পেশ করেন ৷ সেই সঙ্গে নারীর ক্ষমতায়ন নিয়ে প্রয়াত প্রধানমন্ত্রী যে সর্বদা সক্রিয় ছিলেন, তাও উঠে আসে সোনিয়ার বক্তব্যে ৷
সোনিয়া বলেন, "নৃশংসভাবে রাজীব গান্ধির রাজনৈতিক জীবন শেষ করে দেওয়া হয়েছিল ৷ কিন্তু, অল্প সময়ের মধ্যেই তিনি একাধিক কৃতিত্ব অর্জন করেছিলেন ৷ তিনি দেশের একতা এবং বৈচিত্র্য নিয়ে খুবই সংবেদনশীল ছিলেন ৷ যেটুকু সময় তিনি দেশসেবার জন্য পেয়েছিলেন, এর মধ্যে একাধিক সাফল্য অর্জন করেছিলেন ৷ তিনি নারীর ক্ষমতায়নের জন্য বদ্ধপরিকর ছিলেন ৷ পঞ্চায়েত এবং পৌরসভায় মহিলাদের এক তৃতীয়াংশ আসন সংরক্ষণের জন্য লড়াই করেছিলেন ৷ আজকের দিনে 15 লক্ষের বেশি মহিলা ভারতের গ্রাম এবং শহরে জনপ্রতিনিধি হিসেবে কাজ করছেন, তার পুরো কৃতিত্ব রাজীব গান্ধির ৷"