নয়াদিল্লি, 11 নভেম্বর: রাজীব গান্ধি হত্যায় (Rajiv Gandhi Assassination Case) যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অন্যতম দুই দোষী নলিনী শ্রীহরণ ও আর পি রবিচন্দ্রন-সহ 6 জনকে মুক্তির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court Orders Release of Two Convicts) ৷ তাঁরা দু’জনেই শীর্ষ আদালতে আগাম মুক্তির দাবিতে আবেদন করেছিলেন ৷ প্রসঙ্গত, রাজীব গান্ধি হত্যায় অন্যতম আসামি এ জি পেরারিভালানকে 2022 সালের 18 মে মুক্তি দিয়েছিল শীর্ষ আদালত ৷ পেরারিভালান 30 বছরের বেশি সময় কারাবাসে ছিলেন ৷
এ দিন আদালতে রায় ঘোষণার সময় বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি বি ভি নাগরাথন তাঁদের পর্যবেক্ষণে বলেন, ‘‘এ জি পেরারিভালানকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে যে যুক্তি ছিল তা এঁদের দু’জনের ক্ষেত্রেও প্রযোজ্য ৷’’ সংবিধানের 142 ধারা অনুযায়ী আদালত তাঁর বিশেষ ক্ষমতা প্রয়োগ করে নলিনী শ্রীহরণ ও আর পি রবিচন্দ্রনকে মুক্তির নির্দেশ দিয়েছে ৷ যা গত 18 মে এ জি পেরারিভালানের ক্ষেত্রে শীর্ষ আদালত প্রয়োগ করেছিল ৷ এদিন নলিনী শ্রীহরণ এবং আরপি রবিচন্দ্রন ছাড়া যে 4 জনকে আদালত মুক্তি দিয়েছে ৷ তাঁরা হলেন, সন্থন, মুরুগন, রবার্ট পায়াস এবং জয়াকুমার ৷