পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rajinikanth : চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি রজনীকান্ত - Chennai

চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি হলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত (Rajinikanth) ৷ বৃহস্পতিবার তিনি রুটিন চেকআপের জন্য গিয়েছিলেন ৷ রাতেও তাঁকে হাসপাতালেই থাকতে হবে কিনা সঠিক জানা যায়নি ৷

Rajinikanth
Rajinikanth

By

Published : Oct 28, 2021, 10:53 PM IST

চেন্নাই, 28 অক্টোবর : হাসপাতালে ভর্তি রজনীকান্ত (Rajinikanth) ৷ বৃহস্পতিবার সুপারস্টারকে চেন্নাইয়ের কাইভেরি হাসপাতালে ভর্তি করা হয় ৷ অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, তিনি নিয়মিত সাধারণ চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন ৷ তবে রাতেও তাঁকে হাসপাতালে থাকতে হবে কিনা তা স্পষ্ট জানা যায়নি ৷ তবে জানা গিয়েছে, তাঁর শরীরে রক্তসঞ্চালনে সমস্যা দেখা গিয়েছে ৷ চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর ইনফ্র্যাক্ট টিসু ডেথের (Infarct is tissue death- necrosis) সমস্যা দেখা দিয়েছে ৷ শরীরে কোনও কোনও জায়গায় পর্যাপ্ত রক্তসঞ্চালন হচ্ছে না ৷

ABOUT THE AUTHOR

...view details