দেরাদুন, 28 মে : নাতনির সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগ উঠেছিল মন্ত্রীর বিরুদ্ধে ৷ সেই অপমান সহ্য করতে না পেরে বুধবার, 25 মে একটি জলের ট্যাঙ্কের উপর উঠে নিজেকে গুলি করলেন রাজেন্দ্র বহুগুনা (59) ৷ তিনি উত্তরাখণ্ডের প্রাক্তন মন্ত্রী ৷ কিছুদিন আগে তাঁর পুত্রবধূ এই অভিযোগ জানিয়েছিলেন (Ex Uttarakhand Minister Rajendra Bahuguna shoots himself after allegation of molesting his granddaughter) ৷
হলদোয়ানির সার্কেল অফিসার ভূপিন্দর সিং ধোনি জানিয়েছেন, বহুগুনার পুত্রবধূ তাঁর বিরুদ্ধে পকসো (The Protection of Children from Sexual Offences, POCSO) ধারায় মামলা দায়ের করেছিলেন ৷ ধোনি বলেন, "আরও একটি মামলা দায়ের করেছিলেন প্রতিবেশী সবিতা ৷ তাঁর অভিযোগ, শাশুড়ির সঙ্গে যাওয়ার সময় তাঁর সঙ্গে অভব্য ব্যবহার, হুমকি এবং আক্রমণ করেছিলেন প্রাক্তন মন্ত্রী ৷" তবে আত্মহত্যা করার আগে তিনি পুলিশকে ডেকে পাঠিয়েছিলেন ৷ তারপর একটি জলের ট্যাঙ্কের উপরে উঠে পিস্তল থেকে গুলি করে নিজেকে শেষ করেন ৷