পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Karnataka Assembly Election 2023: কর্ণাটক নির্বাচনে চমক! বাড়ি থেকে ভোট দিলেন শতায়ু মহাদেব মালি - Karnataka Assembly Election Voting from home

কর্ণাটকের বিধানসভা নির্বাচনের আর বেশি বাকি নেই ৷ এদিকে 29 এপ্রিল থেকে বিশেষ ভোটদান প্রক্রিয়া শুরু হয়েছে ৷ রাজ্যের প্রবীণ নাগরিক যাঁদের বয়স 80 পেরিয়েছে এবং যাঁরা শারীরিকভাবে অক্ষম তাঁদের জন্য বাড়ি থেকে ভোট দেওয়ার বন্দোবস্ত করেছে নির্বাচন কমিশন ৷ সেভাবেই বাড়ি থেকেই ভোট দিলেন শতায়ু মহাদেব মালি ৷

কর্ণাটক বিধানসভা নির্বাচন
মহাদেব মালি

By

Published : May 3, 2023, 11:34 AM IST

বেলগাঁও, 3 মে: বয়স তাঁর একশো পেরিয়ে আরও তিন বছর কেটে গিয়েছে ৷ এরপরও তিনি ভোট দিলেন ৷ 10 মে কর্ণাটকে বিধানসভা নির্বাচন ৷ তার আগে সোমবার 103 বছর বয়সি মহাদেব মহালিঙ্গ মালি বাড়ি থেকেই তাঁর ভোটাধিকার প্রয়োগ করলেন ৷ তিনি বেলাগাভি জেলার চিক্কোরি তালুকের ইনগালি গ্রামের বাসিন্দা ৷ এরপরই তাঁকে শুভেচ্ছা জানান দেশের মুখ্য নির্বাচন কমিশনার ।

মঙ্গলবার বিকেলে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার মহাদেব মালিকে ফোন করেন ৷ গণতন্ত্রের এই উৎসবে সামিল হওয়ার জন্য তাঁকে শুভেচ্ছা জানান ৷ শতায়ু মহাদেব মালিও তাঁকে পালটা ধন্যবাদ জানিয়েছেন ৷ তাঁর মতো প্রবীণ নাগরিককে বাড়ি থেকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশনকে কৃতজ্ঞতা জানান মহাদেব । তিনি জানান, একসময় তাঁকে বাড়ি থেকে ভোট দেওয়ার অনুমতি দেওয়া হয়নি ৷ হুইল চেয়ারে করে ভোটদানকেন্দ্রে গিয়ে ভোট দিতে হয়েছিল ৷ তিনি রাজ্যবাসীকে আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার আর্জি জানিয়েছেন ৷

মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, শতায়ু মহাদেব মালি অন্যদের কাছে আদর্শ ৷ মহাদেব মালি তরুণ প্রজন্মের এবং শহুরে ভোটারদের ভোট দিতে অনুপ্রাণিত করবেন ৷ ভোট গণতন্ত্রের উৎসব ৷ তিনি শতায়ু ভোটারের প্রশংসা করেন ৷ প্রবীণ এই নাগরিকের ভোটপ্রক্রিয়ায় অংশগ্রহণ ভারতের ভিত্তিকে আরও শক্তিশালী করবে বলে মনে করেন তিনি ৷ মুখ্য নির্বাচন কমিশনার আরও জানান, মহাদেব মালি বাড়ি থেকে ভোট দিয়ে বুঝিয়ে দিয়েছেন গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিটি ভোট কী ভীষণ মূল্যবান ৷ জাতীয় নির্বাচন কমিশন প্রত্যেক নাগরিকের ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণের বিষয়টিকে নিশ্চিত করতে দায়বদ্ধ ৷

এবার কর্ণাটকের নির্বাচনে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ বন্দোবস্ত করেছে কমিশন ৷ অশীতিপর নাগরিক যাঁরা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন না এবং যাঁদের 40 শতাংশ শারীরিক অক্ষমতা রয়েছে তাঁরা নিজেদের বাড়ি থেকেই ভোট দিতে পারছেন ৷ কর্ণাটকের বেলাগাভি জেলায় 7 হাজার 362 জনেরও বেশি মানুষের বয়স আশি পেরিয়ে গিয়েছে ৷ 1 হাজার 708 জনের শারীরিক অক্ষমতা 40 শতাংশ ৷ রাজীব কুমার জানিয়েছেন, 29 এপ্রিল থেকে এই বিশেষ ভোটগ্রহণ শুরু হয়েছে ৷ এখনও পর্যন্ত বেলাগাভি জেলার 6 হাজার 975 জন প্রবীণ নাগরিক এবং 1 হাজার 661 জন শারীরিক দিক দিয়ে অক্ষম ভোটাররা বাড়ি থেকে ভোট দিয়েছেন ৷

আরও পড়ুন: একই নামের একাধিক প্রার্থী, নাম মাহাত্ম্যে নজর কাড়ছে কর্ণাটকের 20টি কেন্দ্র

ABOUT THE AUTHOR

...view details