পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Asia and India Book of Records: 6 বছর বয়সেই 'লক্ষ্য'ভেদ, এশিয়া ও ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলল রাজস্থানের খুদে - এশিয়া বুক অফ রেকর্ডস

রাজস্থানের কোটা শহরের ছোট্ট লক্ষ্য, মাত্র ছ'বছর বয়সেই নাম তুলে ফেলল এশিয়া বুক অফ রেকর্ডসে ও ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে ৷ লক্ষ্য এ বছরের 15 অগস্ট তেরঙা নিয়ে প্রায় 12 কিলোমিটার একটানা দৌড়ে এই রেকর্ড গড়েছে। খুদের এই স্বীকৃতিতে আপ্লুত পরিবার থেকে শুরু করে পাড়া-প্রতিবেশীরা।

রাজস্থানের লক্ষ্য
Asia and India Book of Records

By ETV Bharat Bangla Team

Published : Sep 19, 2023, 5:08 PM IST

রাজস্থানের লক্ষ্য নাম তুলল এশিয়া ও ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে

কোটা, 19 সেপ্টেম্বর:বয়স মাত্র ছয়। এইটুকু বয়সে দৌড়ে নজির গড়ল রাজস্থানের ছোট্ট লক্ষ্য আগরওয়াল। কোটা শহরের লাদপুরা বিক্রম চকের বাসিন্দা সে। এ বছরের 15 অগস্ট তেরঙা নিয়ে একটানা 11.77 কিলোমিটার দৌড়েছে সে। আর সে কারণেই জায়গা করে নিয়েছে এশিয়া বুক অফ রেকর্ডস ও ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। খুদের এই স্বীকৃতিতে আপ্লুত পরিবার থেকে শুরু করে পাড়া থেকে প্রতিবেশীরা ৷

বিক্রম চকের লক্ষ্য যখন 15 অগস্ট একটানা 11.77 কিমি দৌড়য় তখন তার বাবা একটি ভিডিয়ো করে ৷ এরপর বিশ্ব রেকর্ডের জন্য আবেদন করেন বাবা অঙ্কিত আগরওয়াল। এই দৌড়ের জন্য এশিয়া বুক অফ রেকর্ডস ও ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে সার্টিফিকেট পেয়েছে লক্ষ্য। বাবা অঙ্কিত আগরওয়াল জানান, লক্ষ্য অত্যন্ত সাহসিকতার সঙ্গে ও রেসিংয়ের জন্য উৎসাহ দেখিয়েছিল ৷ তিনি ছেলের এই উদ্যোগে খুশি হয়েছিলেন ৷ পরবর্তীতে এই সাফল্য আসায় তাঁদের খুব ভালো লাগছে। পাড়া-প্রতিবেশী থেকে শুরু করে সবাই খুবই আনন্দিত। মাত্র এইটুকু বয়সে যে তার এই সাফল্য তাতে সকলেই খুশি।

মাত্র 2 ঘণ্টা 7 মিনিট 16 সেকেন্ড দৌড়ে এই রেকর্ড গড়েছে লক্ষ্য় ৷ দৌড় শুরুর পর মাঝপথে একবারও দাঁড়ায়নি সে ৷ লক্ষ্যের পড়াশোনা বিক্রম চকের মালা রোডের ট্রাস্টের কনভেন্ট স্কুলে। প্রথম শ্রেণির ছাত্র এই রেসার ৷ অন্যদিকে, লক্ষ্যের পরিবারের অন্যান্যদের সাইকেল চালানো এবং দৌড়ে রেকর্ড রয়েছে। লক্ষ্যের বাবা অঙ্কিত আগরওয়াল সাইকেলে দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন। তাঁর অনেক রেকর্ড রয়েছে ৷ তাঁর বড় ভাই অর্থাৎ লক্ষ্যের জেঠু ভব্য আগরওয়ালও সাইকেল চালিয়ে রেকর্ড গড়েছেন ৷ ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে তাঁরও নাম রয়েছে। এখন লক্ষ্যও দৌড়াতে পছন্দ করে। লক্ষ্যের কথা," বাবা, জেঠু'র অনুপ্রেরণায় আমি গত 2 বছর ধরে দৌড়নোর লক্ষ্য নিয়েছি। খুব ভালোলাগছে এই রেকর্ড গড়তে পেরে ৷ পরবর্তীতে আরও রেকর্ড গড়ার ইচ্ছে রয়েছে ৷"

আরও পড়ুন:বালু-ভাস্কর্যে ‘সবচেয়ে বড়’ রবীন্দ্রনাথ, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম বকখালির পলাশের

ABOUT THE AUTHOR

...view details