কোটা, 19 সেপ্টেম্বর:বয়স মাত্র ছয়। এইটুকু বয়সে দৌড়ে নজির গড়ল রাজস্থানের ছোট্ট লক্ষ্য আগরওয়াল। কোটা শহরের লাদপুরা বিক্রম চকের বাসিন্দা সে। এ বছরের 15 অগস্ট তেরঙা নিয়ে একটানা 11.77 কিলোমিটার দৌড়েছে সে। আর সে কারণেই জায়গা করে নিয়েছে এশিয়া বুক অফ রেকর্ডস ও ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। খুদের এই স্বীকৃতিতে আপ্লুত পরিবার থেকে শুরু করে পাড়া থেকে প্রতিবেশীরা ৷
বিক্রম চকের লক্ষ্য যখন 15 অগস্ট একটানা 11.77 কিমি দৌড়য় তখন তার বাবা একটি ভিডিয়ো করে ৷ এরপর বিশ্ব রেকর্ডের জন্য আবেদন করেন বাবা অঙ্কিত আগরওয়াল। এই দৌড়ের জন্য এশিয়া বুক অফ রেকর্ডস ও ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে সার্টিফিকেট পেয়েছে লক্ষ্য। বাবা অঙ্কিত আগরওয়াল জানান, লক্ষ্য অত্যন্ত সাহসিকতার সঙ্গে ও রেসিংয়ের জন্য উৎসাহ দেখিয়েছিল ৷ তিনি ছেলের এই উদ্যোগে খুশি হয়েছিলেন ৷ পরবর্তীতে এই সাফল্য আসায় তাঁদের খুব ভালো লাগছে। পাড়া-প্রতিবেশী থেকে শুরু করে সবাই খুবই আনন্দিত। মাত্র এইটুকু বয়সে যে তার এই সাফল্য তাতে সকলেই খুশি।