জয়পুর, 24 ফেব্রুয়ারি : বুধবার তাদের প্রথম কাগজবিহীন বাজেট পেশ করল রাজস্থানের কংগ্রেস সরকার ৷ এদিনের বাজেটে কৃষকদের স্বার্থে বেশ কিছু বিশেষ ঘোষণা করা হয়েছে ৷ সব মিলিয়ে 16 হাজার কোটি টাকার সুদবিহীন শস্য়ঋণ দেওয়ার কথা বাজেটে উল্লেখ করা হয়েছে ৷
এর পাশাপাশি, অশোক গেহলটের সরকারের তরফে জানানো হয়েছে, আগামী বছর থেকে কৃষি বাজেট আলাদাভাবে পেশ করা হবে ৷ ঋণদানকে সহজ করতে এককালীন সমঝোতায় গোটা প্রক্রিয়া সারা হবে ৷ এছাড়া, ইন্দিরা গান্ধি আরবান ক্রেডিট কার্ডের আওতায় কৃষকদের জন্য সর্বোচ্চ পাঁচ লাখ টাকা ঋণের কথাও ঘোষণা করা হয়েছে ৷
এদিন বাজেট পেশের সময় রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, ‘‘2021-22 অর্থবর্ষের বাজেটকে কাগজবিহীন করা হয়েছে ৷ সমাজের সবস্তরের মানুষকে একজোট করার চেষ্টা করা হয়েছে ৷ করোনা অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে ৷ তাই অর্থনৈতিক উৎসগুলিকে একত্রিত করার চেষ্টা চলছে ৷’’
আরও পড়ুন:কেন্দ্রীয় বাজেটের সঙ্গে সঙ্গতি রেখে তৈরি হোক রাজ্য় বাজেট : প্রধানমন্ত্রী
সূত্রের খবর, বিধানসভায় বাজেট পেশের একদিন আগেই মঙ্গলবার নিজের বাসভবনে চূড়ান্ত বাজেট তৈরি করেন অশোক গেহলট ৷ প্রসঙ্গত, এই নিয়ে তৃতীয়বার বাজেট পেশ করল অশোক গেহলটের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার ৷