পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ঘুমের মধ্যে কুড়ুল দিয়ে কুপিয়ে হত্যা একই পরিবারের 3 জনকে, সন্দেহ ছেলেকে - hacked to death

Rajasthan Murder Case: রাজস্থানে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে একই পরিবারের তিনজনকে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ।

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Dec 31, 2023, 12:55 PM IST

কুচামান (রাজস্থান), 31 ডিসেম্বর:একই পরিবারের তিনজন সদস্যকে কুড়ুল দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠল রাজস্থানে ৷ শনিবার রাতে পাড়ুকালান শহরের কুমহারি এলাকায় ঘটনাটি ঘটেছে । এক দম্পতি ও তাঁদের 15 বছর বয়সি বিশেষ ভাবে সক্ষম কন্যাকে একসঙ্গে খুন করা হয়েছে ৷ অপরাধী হিসেবে সন্দেহ করা হচ্ছে মৃত দম্পতির ছেলেকে ৷

মৃতরা হলেন পাড়ুকালান শহরের বাসিন্দা দিলীপ সিং এবং তাঁর স্ত্রী রাজেশ কানওয়ার ও তাঁদের মেয়ে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ । এই ঘটনায় মৃত দম্পতির ছেলেকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ তাঁর দিকেই পুলিশি সন্দেহের দৃষ্টি প্রবল । পুলিশ বিষয়টির পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে ঘটনার গভীরে যাওয়ার চেষ্টা করেছে ৷ কারা এই ঘটনা ঘটিয়েছে, কেন এই নৃশংস হত্যা করা হল, হত্যা করার উদ্দেশ্যই বা কী ছিল, মূল অভিযুক্তের সঙ্গে আরও কেউ এই হত্যাকাণ্ডে যুক্ত ছিল কি না - এমনই নানা প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ ৷ দম্পতি এবং তাঁদের 15 বছর বয়সি বিশেষ ভাবে সক্ষম নাবালিকা কন্যাকে কুড়ুল দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ।

পাড়ুকালানের এসএইচও মানবেন্দ্র সিং জানিয়েছেন, শনিবার যখন তাঁরা ঘুমাচ্ছিলেন সেই সময় হত্যা করা হয়েছে তাঁদের ৷ তিনটি দেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে ৷ রহস্যের জট ছাড়াতে ব্যাপক ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৃত দম্পতির ছেলেকে ৷

আরও পড়ুন:

  1. রাজারহাটে স্ত্রীকে খুন করে আত্মঘাতী যুবক, আঘাত সন্তানের গলায়!
  2. বাংলাদেশের পাচারের ছক বানচাল, 4 হাজার মার্কিন ডলার ও বিভিন্ন ওষুধ-সহ গ্রেফতার দুই
  3. চাকরির প্রলোভনে দুবাই গিয়ে নিখোঁজ যুবতী, ওমানের নম্বর থেকে ভয়েস মেসেজ পেয়ে আতঙ্কে পরিবার

ABOUT THE AUTHOR

...view details