পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Chess Training for Rajasthan Students: প্রতি মাসের তৃতীয় শনিবার দাবার প্রশিক্ষণ পাবে রাজস্থানের স্কুল পড়ুয়ারা - প্রতি মাসের তৃতীয় শনিবার দাবার

প্রত্যেক মাসের তৃতীয় শনিবার রাজস্থানের সব স্কুলের পড়ুয়ারা দাবা খেলতে ও শিখতে পারবে (Rajasthan School Students will Learn Chess on Every 3rd Saturday) ৷ বৃহস্পতিবার বিকানের থেকে এমনটাই ঘোষণা করেছেন রাজস্থানের শিক্ষামন্ত্রী ডক্টর বিডি কাল্লা ৷

Rajasthan School Students will Learn Chess on Every 3rd Saturday of Month
Rajasthan School Students will Learn Chess on Every 3rd Saturday of Month

By

Published : Nov 11, 2022, 11:03 AM IST

Updated : Nov 11, 2022, 11:29 AM IST

জয়পুর, 11 নভেম্বর: অঞ্জন দত্তর সূত্রে মিস্টার হলকে অনেকেই চেনেন । স্কুলে এই মিস্টার হলের কাছে পিয়ানো বাজানো শেখার কথা গানের মাধ্যমে তুলে ধরেছিলেন অঞ্জন । প্রত্যেক শনিবার বসত সেই ক্লাস । মিস্টার হলের প্রভাব এতটাই বেশি ছিল যে, দীর্ঘদিন গায়কের হৃদয়ে আলোরিত করেছে পিয়ানোর সেই সুর। এবার প্রায় একরকমের অভিজ্ঞতা হবে রাজস্থানের স্কুল পড়ুয়াদের । তবে পিয়ানো নয়, শনিবার স্কুলে গিয়ে তাঁরা শিখবে দাবা খেলা ।

জানা গিয়েছে, রাজস্থানে প্রত্যেক মাসের তৃতীয় শনিবার সব স্কুলে ‘নো ব্যাগ ডে’ (No Bag Day on 3rd Saturday in Rajasthan Schools) ৷ আর এবার থেকে সেই তৃতীয় শনিবার প্রতি স্কুলের সব পড়ুয়াকে দাবা খেলার সুযোগ দেওয়া হবে (Rajasthan School Students will Learn Chess on Every 3rd Saturday) ৷ বৃহস্পতিবার বিকানের থেকে এই উদ্যোগের সূচনা করা হয়েছে ৷ একটি অনুষ্ঠান থেকে রাজস্থানের শিক্ষামন্ত্রী ডক্টর বিডি কাল্লা (Rajasthan Education Minister Dr BD Kalla) এই ঘোষণা করেছেন ৷

রাজস্থানের শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আগামী 19 নভেম্বর থেকে রাজস্থানের সব স্কুলে একসঙ্গে এই কর্মসূচি শুরু হয়ে যাবে ৷ তাঁর মতে এভাবে একটা ইতিহাস তৈরি হবে ৷ তিনি জানিয়েছেন, এই উদ্যোগ পড়ুয়াদের মানসিক বিকাশে সাহায্য করবে ৷ ডক্টর বিডি কাল্লা আরও জানিয়েছেন, রাজীব গান্ধি গ্রামীণ অলিম্পিক্স গেমে রাজস্থানের বিভিন্ন গ্রামের প্রায় 30 লক্ষ দাবাড়ু অংশ নেবেন ৷ প্রসঙ্গত, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত আগেই জানিয়েছিলেন শহরেও এই দাবা খেলা চালু হবে ৷

আরও পড়ুন:নেপালে নির্বাচন, উত্তরপ্রদেশের সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত

শিক্ষামন্ত্রী বিডি কাল্লা প্রতি মাসের তৃতীয় শনিবার সব স্কুলে দাবা খেলা ও শেখার ঘোষণা করতে গিয়ে বলেন, ‘‘স্কুলে দাবা প্রশিক্ষণের এই উদ্যোগের ফলে বাচ্চাদের মনোসংযোগ বৃদ্ধি হবে ৷ সেই সঙ্গে স্মৃতি শক্তির বিকাশ, নিয়মানুবর্তিতা,আত্ম-প্রতিফলনের ক্ষমতা বাড়বে ৷ এর ফলে স্মার্টফোনের যে খারাপ প্রভাব বর্তমান প্রজন্মের উপরে পড়ছে তা রোধ করা যাবে ৷ এই উদ্যোগ আগামী প্রজন্মের চিন্তাভাবনাকে আরও সৃজনশীল করে তুলবে ৷ সেই সঙ্গে, রাজস্থান থেকে জাতীয়স্তরে চ্যাম্পিয়ন দাবাড়ুর আত্মপ্রকাশেরও সুযোগ থাকবে ৷

Last Updated : Nov 11, 2022, 11:29 AM IST

ABOUT THE AUTHOR

...view details