বুন্দি, 19 নভেম্বর: রবিবার রাজস্থানের বুন্দিতে নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফের আদানি প্রসঙ্গ তুলে সমালোচনা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ প্রধানমন্ত্রী মোদি শিল্পপতি গৌতম আদানীর হয়ে কাজ করেন বলে অভিযোগ রাহুলের ৷ রাহুল এদিন বলেন,"ভারত মাতার জয়ের বদলে প্রধানমন্ত্রীর বলা উচিত আদানি জী কি জয় ৷"
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির কথায়, দেশের গরিব মানুষ, কৃষক ও শ্রমিকরা হলেন 'ভারত মাতা', যখন সমাজের এই অংশের মানুষদের ভাগীদারি এই দেশে নিশ্চিত হবে তখন ভারত মাতার আসল 'জয়' হবে ৷ রাহুল গান্ধি এদিন অভিযোগ করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী চান দুটি হিন্দুস্তান তৈরি করতে ৷ একটি গৌতম আদানির জন্য অপরটি দেশের গরিব জনগনের জন্য ৷
কংগ্রেস-সহ বিরোধীরা জাতগণনার দাবি তুলেছে দেশে ৷ জনগণনার পাশাপাশি পৃথকভাবে জাতগণনা হোক দেশে এমনটাই দাবি কংগ্রেসের ৷ এদিন ভোট প্রচারে গিয়েও ফের সেই প্রসঙ্গ তোলেন রাহুল ৷ জাতগণনার দাবি তোলার পাশাপাশি, এদিন রাহুলের কটাক্ষ, নরেন্দ্র মোদি দেশে কোনও মতেই জাতগণনা করাবেন না ৷ কংগ্রেস যে দেশে জাতগণার পক্ষে এবং ক্ষমতায় এলে দেশে এই কাজ করবে সমাজের অনগ্রসর শ্রেণির মানুষদের সুবিধার জন্য এদিন তাঁও বলেন রাহুল গান্ধি ৷ তিনি বলেন, "কংগ্রেস জাতগণনা করাবে ৷"