পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Gehlot to Visit Delhi: সংকট কাটাতে দিল্লি যাচ্ছেন গেহলত, কথা বলবেন কংগ্রেস হাইকম্যান্ডের সঙ্গে - কংগ্রেস হাইকম্যান্ড

ক্রমশ কোনঠাসা হয়ে পড়া অশোক গেহলত (Ashok Gehlot) ফের দিল্লি যাচ্ছেন ৷ আজ তাঁর (Gehlot to Visit Delhi) বৈঠক করার কথা রয়েছে কংগ্রেস হাইকম্যান্ডের সঙ্গে (Congress President Election)৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 28, 2022, 2:15 PM IST

জয়পুর, 28 সেপ্টেম্বর: কংগ্রেসের সভাপতি নির্বাচনের (Congress President Election) লড়াই নিয়ে দোলাচল অব্যাহত ৷ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির কড়া অবস্থানে অনেকটাই কোনঠাসা রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত (Ashok Gehlot)৷ তিনি আদৌ দলের সভাপতি নির্বাচনের লড়াইয়ে মনোনয়ন পত্র পেশ করবেন কি না, তা নিয়ে সাসপেন্সের মধ্যেই আজ দিল্লি যাচ্ছেন তিনি (Gehlot to Visit Delhi)৷ কংগ্রেস হাইকম্যান্ডের সঙ্গে তিনি বৈঠকে বসতে চলেছেন বলে জানিয়েছে সূত্র (Rajasthan political crisis)৷

নিয়ম ভাঙার অভিযোগে অশোক গেহলতের ঘনিষ্ঠ তিন বিদ্রোহী নেতা শান্তি ধারিওয়াল, মহেশ যোশি ও ধর্মেন্দ্র রাঠোরকে শো-কজ নোটিশ দিয়েছিল কংগ্রেস ৷ রাজস্থানের পর্যবেক্ষক মল্লিকার্জুন খাড়গে ও অজয় মাকেন সোনিয়া গান্ধিকে যে রিপোর্ট পেশ করেছিলেন, তাতেই তিন নেতার বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ এনে বলা হয়েছিল, কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তার কারণ দর্শাতে হবে তাঁদের ৷ এই ঘটনার পরই নরম মনোভাব পোষণ করতে দেখা যায় বিদ্রোহী নেতাদের ৷ উলটো সুরে গেয়ে এআইসিসি-র দেখানো পথেই হাঁটার ইঙ্গিত দেন তাঁরা ৷ স্বাভাবিক ভাবেই বেকায়দায় পড়েন গেহলত ৷ এর কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই ফের দিল্লি ছুটছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন:আজ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিকে রিপোর্ট মাকেন-খাড়গের

সভাপতি নির্বাচন ঘিরে কংগ্রেসের অন্দরমহলে অস্থিরতা চলছে ৷ গান্ধি পরিবারের আস্থাভাজন অশোক গেহলতের নাম কংগ্রেসের সভাপতি পদপ্রার্থী হিসেবে ঘোষণার পর তাঁর বিশ্বস্ত বিধায়করা বিদ্রোহ শুরু করে ৷ তাঁদের দাবি ছিল, গেহলতের পরিবর্তে শচীন পাইলট মুখ্যমন্ত্রী হলে তাঁরা বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন ৷ প্রায় 90 জন বিধায়কের সঙ্গে কথা বলতে রাজস্থানে পৌঁছন প্রবীণ দুই শীর্ষ নেতা অজয় মাকেন ও মল্লিকার্জুন খাড়গে ৷ কিন্তু তাঁরা বিধায়কেরা শীর্ষ নেতাদের সঙ্গে কোনও আলোচনা করতে রাজি হননি ৷ এরপরই কংগ্রেস সভানেত্রীর কাছে রিপোর্ট পেশ করেন এই দুই পর্যবেক্ষক ৷

ABOUT THE AUTHOR

...view details