জয়পুর, 25 এপ্রিল: সদ্যবিবাহিত দলিত দম্পতিকে মন্দিরে পুজো দিতে বাধা (Dalit couple disallowed from temple) দেওয়ার অভিযোগে এক পুরোহিতকে গ্রেফতার করল পুলিশ (priest arrested for not allowing Dalit couple in temple)৷ রাজস্থানের জালোর জেলার ঘটনা ৷ ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় ঘটনা প্রকাশ্যে এসেছে ৷
সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, আহোরের নীলকান্ত গ্রামের একটি মন্দিরে দলিত দম্পতিকে প্রবেশ করতে বাধা দিচ্ছেন পুরোহিত বেলা ভারতী ৷ দু'পক্ষের মধ্যে তীব্র বাদানুবাদও ভিডিয়োয় দেখা গিয়েছে ৷ মন্দিরে ঢুকতে না-পেরে অবশেষে ক্ষুব্ধ দলিত পরিবার পুলিশের দ্বারস্থ হয় ৷ অভিযুক্ত পুরোহিতের বিরুদ্ধে এসসি/এসটি ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷ জালোরের পুলিশ সুপার হর্ষ বর্ধন আগরওয়ালা রবিবার জানিয়েছেন, "আমরা ওই পুরোহিতকে গ্রেফতার করেছি এবং তাঁর বিরুদ্ধে এসসি/এসটি ধারায় মামলা দায়ের করেছি ৷"
আরও পড়ুন:Kashmir Files Remark : দ্য কাশ্মীর ফাইলসের সমালোচনা, নাকখত দিতে বাধ্য করা হল দলিত যুবককে