জয়পুর, 13 জানুয়ারি : ফের নাবালিকার উপর চরম নৃশংসতা ৷ এবার ঘটনাস্থল রাজস্থান ৷ আলওয়ারে (Minor girl raped in Alwar) 16 বছরের এক কিশোরীকে গণধর্ষণের পর তার গোপনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল ধারালো অস্ত্র (sharp objects inserted into her private parts)৷ তাকে ওভারব্রিজের উপর থেকে ছুড়ে ফেলা হল রাস্তায় ৷ অভিযুক্তরা এখনও পর্যন্ত অধরা ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷ খতিয়ে দেখা হচ্ছে ওই এলাকার সিসিটিভি ফুটেজ ৷
চলতি সপ্তাহের শুরুর দিকে তিজারা ফ্লাইওভার থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় বিশেষ ভাবে সক্ষম মেয়েটিকে ৷ মঙ্গলবার তাকে আলওয়ারের হাসপাতালে ভর্তি করা হয় ৷ তবে কিছুতেই তার রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না দেখে, বুধবার ওই কিশোরীকে জয়পুরের জেএন লন হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ এরপর প্রায় আড়াই ঘণ্টার অস্ত্রোপচারের পর তার শরীর থেকে সেই অস্ত্র বের করেন চিকিৎসকরা ৷ এখন সে বিপন্মুক্ত ৷ ডাক্তাররা জানিয়েছেন, ওই ধারালো অস্ত্রে মেয়েটির শরীরের ভেতর নানা অঙ্গে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে ৷ সেই কারণে তাকে এখনও আইসিইউ-তেই রাখা হয়েছে ৷
আরও পড়ুন:Minor Rape and killed : ফের শিরোনামে যোগী-রাজ্য, মোরাদাবাদে সাত বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুন