পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Man Killed Son And Wife: স্ত্রী ও সন্তানকে খুন করে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা

রাজস্থানে স্ত্রী ও ছেলেকে মেরে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির ৷ স্থানীয়দের কথায়, প্রায়শই বাপের বাড়িতে থাকতেন ওই ব্যাক্তির স্ত্রী ৷ তা নিয়েই অশান্তি লেগে থাকত স্বামী-স্ত্রীর ৷ অশান্তি থেকেই এই কাণ্ড কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 14, 2023, 9:55 AM IST

রাজস্থান, 14 আগস্ট: ঘুমন্ত অবস্থায় স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ এক ব্যাক্তির বিরুদ্ধে ৷ পরে নিজেও কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা ওই ব্যক্তির ৷ শনিবার রাতে রাজস্থানের শ্রী গঙ্গানগরের পদমপুর এলাকায় হাড়হিম করা ঘটনাটি ঘটে ৷ অভিযুক্ত স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ৷ স্থানীয় সূত্রে খবর, ওই পরিবারে প্রায়ই অশান্তি লেগে থাকাত ৷ এদিনও ঘটনার আগে অশান্তির আঁচ টের পেয়েছিলেন স্থানীয়রা ৷ তার ফলশ্রুতিতেই এই ঘটনা বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের ৷

ঘটনা প্রসঙ্গেই শ্রী গঙ্গানগর থানার পুলিশ সুপারিনটেনডেন্ট বিকাশ শর্মা জানান, ঘটনাটি পদমপুর পুলিশ স্টেশন এলাকার ঘটনা ৷ তিনি বলেন, "শনিবার রাতে স্ত্রী এবং ছেলে যখন ঘুমোচ্ছিল তখন ওই ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে তাঁদের উপর হামলা চালায় ৷ এরপর ওই ব্যক্তি নিজেই তারঁ স্ত্রী‘র বাপের বাড়িতে ফোন করে ৷ জানায় সে তার স্ত্রী ও সন্তানকে মেরে ফেলেছে ৷ এবার ক্যানেলে ঝাঁপ দিয়ে নিজেও আত্মহত্যা করবে ৷ তার কথা প্রথমে শ্বশুরবাড়ির সদস্যরা বিশ্বাস না-করলেও পরে তাঁদের সন্দেহ হওয়ায় মেয়ের শ্বশুড়বাড়িতে ছুটে আসেন তাঁরা ৷ সেখানে পৌঁছে মেয়ে ও নাতির রক্তাক্ত দেহ দেখতে পান তাঁরা ৷ জামাইকেও দেখেন অচৈতন্য অবস্থায় মাটিতে পড়ে থাকতে ৷" শ্বশুরবাড়ির সদস্যরাই অভিযুক্তকে হাসপাতালে নিয়ে যায় ৷ নাতি ও মেয়েকেও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

আরও পড়ুন:সন্তানদের সামনেই শ্বাসরোধ করে স্ত্রীকে খুনের অভিযোগ ব্যক্তির বিরুদ্ধে

ওই ব্যক্তি কী কারণে এমনটা ঘটালেন, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ তবে প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, অভিযুক্তের স্ত্রী এক-দু‘সপ্তাহ অন্তর অন্তর বাপের বাড়ি যেতেন ৷ তা নিয়ে ওই দম্পতির মধ্যে অশান্তি লেগে থাকত ৷ অশান্তির পরিণাম দু'টি খুন ৷ দেহ দু‘টি ইতিমধ্যেই ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ তদন্ত রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে ৷

ABOUT THE AUTHOR

...view details