পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অপহরণের পর বার বার ধর্ষণ, 22 দিন পর উদ্ধার কিশোরী - Rape

পোখরানের একটি নির্মীয়মাণ বাড়িতে ধর্ষণ করা হত কিশোরীকে। পরে খবর পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়।

rajasthan-girl-abducted-raped-repeatedly-rescued-after-22-days-accused-arrested
প্রতীকী ছবি

By

Published : Mar 6, 2021, 11:20 AM IST

কোটা (রাজস্থান), 6 মার্চ : অপহরণের 22 দিন পর রাজস্থানের জয়সলমের জেলার পোখরান থেকে উদ্ধার কিশোরী। এক নিকট আত্মীয় তাকে অপহরণ করে বার বার ধর্ষণ করে বলে অভিযোগ। 14 বছর বয়সি এক কিশোরীকে উদ্ধার করে কোটার একটি হোমে রাখা হয়েছে।

ওই কিশোরীকে ভুল বুঝিয়ে অন্য়ত্র নিয়ে যায় অভিযুক্ত যুবক। সেখানে একটি নির্মীয়মাণ বাড়িতে শ্রমিকের কাজে লাগানো হয় তাকে। সেখানেই থাকত সে। অভিযোগ, সেখানে তাকে দিনের পর দিন ধর্ষণ করা হয়েছে। ইটাওয়া থানায় অভিযোগ দায়ের করা হলে গ্রেফতার করা হয় অভিযুক্ত যুবককে।

আরও পড়ুন- দিদি ও নেত্রী, অস্তিত্ব বাঁচানোর সম্মান রক্ষার লড়াইয়ে মমতা

এবিষয়ে সেখানকার পুলিশ সুপার জানিয়েছেন, পোখরান থেকে নির্যাতিতা কিশোরীকে উদ্ধার করা হয়। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।

কোটার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্য়ান কানিজ় ফতিমা জানিয়েছেন, ওই কিশোরীকে মাদক খাইয়ে নির্যাতন করা হত। তাকে বর্তমানে একটি হোমে রাখা হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details