পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাজস্থানে নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ - দলিত নাবালিকাকে গণধর্ষণ

রাজস্থানের ভরতপুরে নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে গত 31 মার্চ ৷ নির্যাতিতা নাবালিকার পরিবার 3 এপ্রিল পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে ৷ তবে, ওই নাবালিকা অভিযুক্তদের চিহ্নিত করতে পারেনি ৷ ফলে পুলিশ অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ৷

rajasthan-dalit-teenager-family-files-gang-rape-abduction-complaint
রাজস্থানে দলিত নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ

By

Published : Apr 5, 2021, 12:06 PM IST

ভরতপুর (রাজস্থান), 4 এপ্রিল : রাজস্থানের ভরতপুরে এক দলিত নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ৷ গত 31 মার্চ ওই নাবালিকাকে অপহরণ করে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে পাহাড়ি পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছে নির্যাতিতা নাবালিকার পরিবার ৷ তবে, কারা ওই নাবালিকাকে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে, তা জানাতে পারেননি ওই নাবালিকার পরিবারের সদস্যরা ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, গত 31 মার্চ ওই নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায় একদল আততায়ী ৷ এর পর তাঁকে মাদক জাতীয় কিছু দিয়ে অজ্ঞান করে গণধর্ষণ করা হয় ৷ যার পরে তাঁকে জঙ্গলের পাশে একটি চাষের জমির মধ্যে ফেলে দিয়ে চলে যায় অভিযুক্তরা ৷ ওই নাবালিকার স্বাস্থ্য পরীক্ষা হয়ে গিয়েছে ৷ সেই মতো পুলিশ তদন্ত শুরু করেছে ৷ মেয়ের কাছে ঘটনার কথা জানতে পেরে গত 3 এপ্রিল তাঁরা পুলিশে অভিযোগ জানানোর কথা স্থির করে ৷ এই ঘটনায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুলিশ তদন্ত শুরু করেছে ৷

আরও পড়ুন : নাবালিকাকে গণধর্ষণের পর খুন, কেটে নেওয়া হল যকৃত সহ একাধিক অঙ্গ

পুলিশ পকসো আইন, ধারা 376 গণধর্ষণ, ধারা 352 নির্যাতন সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details