জয়পুর, 16 এপ্রিল: গ্য়াংস্টার ও মাফিয়াদের সতর্ক করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত ৷ তাঁর সাফ কথা, হয় এইসব অপরাধীরা নিজেদের সংশোধন করবে এবং পুলিশের কাছে আত্মসমর্পণ করবে ৷ আর তা না হলে ওই অপরাধীদের এর জন্য কঠোর ফল ভোগ করতে হবে ! পুলিশের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী ৷ একই মঞ্চ থেকে মেরুকরণের রাজনীতির বিরুদ্ধেও সরব হন তিনি ৷
সূত্রের খবর, সম্প্রতি রাজস্থানের পুলিশ মহলে তৎপরতা শুরু হয়েছে ৷ গ্য়াংস্টার, মাফিয়াদের শায়েস্তা করতে কোমর বেঁধেছে তারা ৷ পুলিশের এই তৎপরতার ভূয়সী প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী গেহলত ৷ তাঁর দাবি, গত দু'মাস ধরে পুলিশ দারুণ কাজ করছে ৷ 'মাথা না নোয়ানোর' (ঝুঁকেগা নেহি) মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করছেন পুলিশের কর্মী ও আধিকারিকরা ৷ এর ফলে অপরাধের পরিমাণ কমেছে প্রায় 10 শতাংশ ৷ দাগী অপরাধীদের পাকড়াও করতে একের পর এক অভিযান চালানো হচ্ছে ৷ আগামী দিনে যা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তাই গ্য়াংস্টার, মাফিয়ারা যদি আত্মসমর্পণ না করে, তাহলে তাদের এর জন্য বড় খেসারত দিতে হবে !