নয়াদিল্লি, 29 মে:রাজস্থানের দুই যুযুধান নেতাকে শেষ পর্যন্ত মুখোমুখি বসাল কংগ্রেস ৷ সে রাজ্যে দলের অন্তর্দ্বন্দ্ব নিরসনের জন্য মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং তাঁর প্রধান প্রতিপক্ষ সচিন পাইলটকে নিয়ে সোমবার মল্লিকার্জুন খাড়গের বাড়িতে বৈঠকে বসেন রাহুল গান্ধি ৷ বৈঠকে দৌত্য করেন কেসি বেনুগোপাল ৷ আর বৈঠক শেষে দুই নেতাকে দু'পাশে নিয়ে সাংবাদিকদের বেনুগোপাল জানান, বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, উভয় নেতা অশোক গেহলট এবং সচিন পাইলট ঐক্যবদ্ধ হয়ে চলতে রাজি হয়েছেন।
এদিন অশোক গেহলট সন্ধ্যা ছ'টা নাগাদ খাড়গের সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে যান ৷ এর কয়েক মিনিট পরই দেখা যায় রাহুল গান্ধিও খাড়গের বাড়িতে তাঁদের সঙ্গে বৈঠকে যোগ দেন। কংগ্রেস সভাপতি এবং রাহুল গান্ধি প্রায় আধ ঘণ্টা এদিন অশোক গেহলটের সঙ্গে বৈঠক করেন বলে কংগ্রেস সূত্রে জানা গিয়েছে ৷ আলোচনায় ডাকা হয় রাজস্থানে এআইসিসি পর্যবেক্ষক সুখজিন্দর রন্ধাওয়াকেও ৷ অন্যদিকে, সচিন পাইলটও এদিন খাড়গের বাসভবনে দুই ঘণ্টা পর বৈঠকে যোগ দেন। দীর্ঘ ব্যবধানের পর এই প্রথম রাজস্থানের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে মুখোমুখি বৈঠকও করেন। এআইসিসি সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল এবং রাজস্থানের দলের নেতা জিতেন্দ্র সিংও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।