পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rajasthan Gehlot & Pilot: গেহলট-পাইলট একসঙ্গে চলতে রাজি, দুই যুযুধানকে মানাতে সফল কংগ্রেস - অশোক গেহলট সন্ধ্যা

অশোক গেহলট সন্ধ্যা ছ'টা নাগাদ খাড়গের সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে যান ৷ এরপর সেখানেই আসেন সচিন পাইলটও ৷ প্রায় চার ঘণ্টার বৈঠকের পর কংগ্রেস জানাচ্ছে, দুই প্রতিপক্ষই একসঙ্গে চলতে রাজি হয়েছেন ৷

Etv Bharat
মানাতে সফল কংগ্রেস

By

Published : May 29, 2023, 11:09 PM IST

নয়াদিল্লি, 29 মে:রাজস্থানের দুই যুযুধান নেতাকে শেষ পর্যন্ত মুখোমুখি বসাল কংগ্রেস ৷ সে রাজ্যে দলের অন্তর্দ্বন্দ্ব নিরসনের জন্য মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং তাঁর প্রধান প্রতিপক্ষ সচিন পাইলটকে নিয়ে সোমবার মল্লিকার্জুন খাড়গের বাড়িতে বৈঠকে বসেন রাহুল গান্ধি ৷ বৈঠকে দৌত্য করেন কেসি বেনুগোপাল ৷ আর বৈঠক শেষে দুই নেতাকে দু'পাশে নিয়ে সাংবাদিকদের বেনুগোপাল জানান, বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, উভয় নেতা অশোক গেহলট এবং সচিন পাইলট ঐক্যবদ্ধ হয়ে চলতে রাজি হয়েছেন।

এদিন অশোক গেহলট সন্ধ্যা ছ'টা নাগাদ খাড়গের সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে যান ৷ এর কয়েক মিনিট পরই দেখা যায় রাহুল গান্ধিও খাড়গের বাড়িতে তাঁদের সঙ্গে বৈঠকে যোগ দেন। কংগ্রেস সভাপতি এবং রাহুল গান্ধি প্রায় আধ ঘণ্টা এদিন অশোক গেহলটের সঙ্গে বৈঠক করেন বলে কংগ্রেস সূত্রে জানা গিয়েছে ৷ আলোচনায় ডাকা হয় রাজস্থানে এআইসিসি পর্যবেক্ষক সুখজিন্দর রন্ধাওয়াকেও ৷ অন্যদিকে, সচিন পাইলটও এদিন খাড়গের বাসভবনে দুই ঘণ্টা পর বৈঠকে যোগ দেন। দীর্ঘ ব্যবধানের পর এই প্রথম রাজস্থানের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে মুখোমুখি বৈঠকও করেন। এআইসিসি সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল এবং রাজস্থানের দলের নেতা জিতেন্দ্র সিংও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:কর্ণাটক জয়ের পর মধ্যপ্রদেশের দিকে 'হাত' বাড়ালেন রাহুল

রাজস্থানে দুই নেতার ঠান্ডা লড়াই কার্যত মারাত্মক আকার ধারণ করে ৷ এমনকী ঘোলা জলে মাছ ধরতে নামে বিজেপিও ৷ অমিত শাহ রীতিমতো রাজস্থানে দাঁড়িয়ে সচিন পাইলটের উদ্দেশে স্পষ্টতই জানান তাঁর জন্য বিজেপির দরজা খোলা ৷ এদিন বৈঠক শেষে, দুই নেতাকে পাশাপাশি দাঁড় করিয়ে এআইসিসির তরফে কেসি বেনুগোপাল জানান, বিজেপির বিরুদ্ধে যৌথ লড়াই হবে রাজস্থানে ৷

তিনি বলেন, "আমরা রাজস্থানে জিতব ৷" সেই সঙ্গে, এই রাজ্যে বিজেপিকে কোণঠাসা করতে বিধানসভা নির্বাচনের জন্য দলীয় কৌশল ঠিক করার জন্যই খাড়গে এবং রাহুল গান্ধির সঙ্গে রাজ্যের নেতাদের মধ্য়ে একপ্রস্থ আলোচনা হয়েছে বলেও দাবি করেন বেনুগোপাল ৷ খাড়গে এবং রাহুলের সঙ্গে গেহলট এবং পাইলটের মোট চার ঘণ্টা দীর্ঘ আলোচনার পরে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল বলেন, "আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছি। রাজস্থানের নির্বাচনে আমরা অবশ্যই জিতব। অশোক গেহলট এবং সচিন পাইলট উভয়েই সর্বসম্মতিক্রমে এই প্রস্তাবে সম্মত হয়েছেন ৷"

ABOUT THE AUTHOR

...view details