পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Banker shot dead in Kulgam: কাশ্মীরে এবার ব্যাংক ম্যানেজারকে খুন করল জঙ্গিরা - কাশ্মীরের খবর

গত তিন দিনে সংখ্যালঘুদের গুলি করে খুন করার দ্বিতীয় ঘটনা ঘটল কাশ্মীরে (Bank employee Vijay Kumar)৷ কুলগামে হত্যা করা হল এক ব্যাংক ম্যানেজারকে (Bank employee Vijay Kumar)৷

Rajasthan-banker-shot dead in Kashmir
কাশ্মীরে এবার ব্যাংক ম্যানেজারকে খুন করল জঙ্গিরা

By

Published : Jun 2, 2022, 2:18 PM IST

কুলগাম, 2 জুন:জম্মু ও কাশ্মীরে ফের নিশানায় সংখ্যালঘুরা ৷ কুলগামে গুলি করে হত্যা করা হল এক ব্যাংক ম্যানেজারকে (Bank employee Vijay Kumar)৷ গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন (Rajasthan banker shot dead)৷

রাজস্থানের হনুমানগড়ের বাসিন্দা বিজয় কুমার দক্ষিণ কাশ্মীরের কুলগামের মোহনপোরায় ইল্লাকুয়াই দেহাতি ব্যাংকে কাজ করতেন ৷ তাঁর অফিসের বাইরেই তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা ৷ তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি ৷

এই ঘটনার জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ি করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Banker shot dead in Kulgam)৷

আরও পড়ুন:Woman Teacher Shot Dead in Kashmir: কুলগামে শিক্ষিকাকে গুলি করে হত্যা জঙ্গিদের

বৃহস্পতিবার সকালেই সোপিয়ানে বোমা বিস্ফোরণে জখম হন তিনজন জওয়ান ৷ সেই ঘটনাস্থল থেকে মাত্র 13 কিলোমিটার দূরে খুন করা হয় ব্যাংক ম্যানেজারকে (Rajasthan banker shot dead in Kashmir)৷

দু দিন আগেই কুলগামে গুলি করে হত্যা করা হয় একটি হিন্দু স্কুলের শিক্ষিকাকে ৷ 36 বছরের রজনী বালা জম্মুর সাম্বার বাসিন্দা ৷ গোপালপোরা এলাকায় জঙ্গিদের গুলিতে জখম শিক্ষিকাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি ৷ ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ যে জঙ্গিরা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে, যত দ্রুত সম্ভব তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কাশ্মীর পুলিশ (Woman Teacher Shot Dead in Kashmir)৷

তার কিছুদিন আগেই কাশ্মীরের বদগাম জেলায় সরকারি কর্মী রাহুল ভাটকে তাঁর অফিসের মধ্যে গুলি করে হত্যা করে জঙ্গিরা ৷ তাঁর মৃত্যুর পর ওই এলাকায় বিক্ষোভ দেখানো হয় ৷ চাদুরা শহরে তেহশিল অফিসের মধ্যেই হত্যা করা হয় রাহুলকে ৷ 2010-11 সালে শরণার্থীদের জন্য স্পেশাল কর্মসংস্থানের প্যাকেজের আওতায় কেরানির চাকরিতে নিযুক্ত হয়েছিলেন তিনি ৷

আরও পড়ুন:J-K Kupwara Encounter : কুপওয়ারায় অনুপ্রবেশের চেষ্টা, এনকাউন্টারে মৃত 3 লস্কর-ই-তইবা জঙ্গি

এর আগে, 35 বছরের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আমরীন ভাটকেও বদগামে হত্যা করে জঙ্গিরা ৷ তাঁর 10 বছরের ভাইপোও সেই ঘটনায় জখম হয়েছিল ৷

ABOUT THE AUTHOR

...view details