ক্ষুদ্র জাতীয় পতাকা বানিয়ে তাক শিল্পীর উদয়পুর, 12 অগস্ট: বালির কণার থেকেও সুক্ষ, পৃথিবীর সবচেয়ে ছোট জাতীয় পতাকা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন রাজস্থানের উদয়পুরের শিল্পী তথা চিকিৎসক ইকবাল সক্কা ৷ এখনও পর্যন্ত 100টি বিশ্বরেকর্ডের মালিক এই শিল্পী সোনা দিয়ে তৈরি করেছেন সবচেয়ে ক্ষুদ্র এই পতাকাটি। দেশের 77তম স্বাধীনতা দিবস উদযাপনের কথা মাথায় রেখেই এমন উদ্যোগ নিয়েছেন ইকবাল।
সোনা থেকে ক্ষুদ্র বস্তু তৈরি করা কার্যত নেশা ইকবালের ৷ স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে শিল্পী বালির দানার মতো ছোট একটি জাতীয় পতাকা তৈরি করেছেন। তিনি বলেন, "দেশ 77তম স্বাধীনতা উদযাপন করবে। অমৃত মহোৎসব চলছে। তাই জাতীয় পতাকা তৈরির ভাবনা মাথায় আসে ৷ এটা এতটাই সূক্ষ্ম যে, এর ওজনও রেকর্ড করা যাচ্ছে না। এই পতাকাটি শুধুমাত্র লেন্সের সাহায্যে দেখা যায়। আমি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র জাতীয় পতাকাটি জাদুঘরে রাখার আবেদন জানিয়েছি ৷ এই বিষয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছি ৷ আমার এই পতাকা তৈরি করতে প্রায় 18 ঘণ্টা সময় লেগেছে ৷"
তিনি প্রায় 45 বছর ধরে এই ধরনের শিল্পকলার সঙ্গে যুক্ত ৷ এমন সুক্ষ সব জিনিস তৈরি করেন,যা একমাত্র লেন্সের সাহায্যেই দেখা সম্ভব ৷ এমনকী, এই কাজের জন্য তিনি এক চোখের জ্যোতিও হারিয়েছিলেন ৷ জানা গিয়েছে, এত সুক্ষ কাজ করার ফলে, তিনি এক চোখে দেখতে পারছিলেন না ৷ তবে চিকিৎসার পর আবার কাজ শুরু করেছেন ৷ তিনি সর্বশ্রেষ্ঠ মাইক্রো-আর্টিফ্যাক্ট তৈরি করেছেন, যেগুলো তৈরি করে তিনি বিশ্ব রেকর্ড গড়েছেন।
সম্প্রতি ইকবাল 24 ক্যারেট সোনা দিয়ে বিশ্বের সবচেয়ে ছোট হ্যান্ডব্যাগ তৈরি করেছেন। এই ছোট ব্যাগের দৈর্ঘ্য .02 ইঞ্চি। সেটি চিনির দানার চেয়েও ছোট। এছাড়াও তিনি অযোধ্যায় নির্মিত ভগবান রামের মন্দিরের জন্য তিনটি আণুবীক্ষণিক নিদর্শন তৈরি করেছিলেন। যার মধ্যে সোনার ইট, ঘণ্টা এবং দু'টি স্ট্যান্ড রয়েছে। বিশ্বের সবচেয়ে ছোট সোনা-রূপার বইও ইকবাল বানিয়েছেন। সর্বনিম্ন ওজনের সবচেয়ে ছোট সোনার চেইন তৈরি করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন ইকবাল।
আরও পড়ুন: কর্ণাটকে নরম পানীয়ের কারখানা বানাচ্ছেন মুরলীধরন, বিনিয়োগ করবেন প্রায় 950 কোটি টাকা