নয়াদিল্লি, 12 এপ্রিল :দেশে কোভিড ভাইরাসের দাপাদাপি নিয়ন্ত্রণে আনতে এবার মানুষকেই আওয়াজ তুলতে বললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ দেশবাসীর কাছে তাঁর আবেদন, সকলের জন্য টিকার দাবিতে সরব হন আমজনতা ৷
সোমবার টুইটারে রাহুল লেখেন, ‘‘করোনা ভাইরাসের বিরুদ্ধে টিকা দরকার ভারতের ৷ আপনারা সকলে আওয়াজ তুলুন ৷ নিরাপদ জীবনের অধিকার সকলের রয়েছে ৷ সকলের জন্য টিকার দাবিতে সরব হোন ৷’’
এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন রাহুল ৷ কেন্দ্রীয় সরকারের প্রতি তাঁর আবেদন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে দেশের প্রত্য়েকটি নাগরিককে করোনার টিকা দেওয়া হোক ৷ একইসঙ্গে, ওই ভিডিয়োয় অবিলম্বে কোভিড টিকার রফতানির উপর নিষেধাজ্ঞা জারিরও আবেদন জানান রাহুল ৷
আরও পড়ুন :রাজ্যে ভ্যাকসিন সংকট, কয়েকটি সেন্টারে বন্ধ করোনার টিকাকরণ
প্রসঙ্গত, ভারত যেভাবে বিভিন্ন দেশে লাগাতার করোনার টিকা রফতানি করে চলেছে, তাতে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ দেশের প্রত্য়েকটি মানুষের নিরাপত্তা নিশ্চিত না করে টিকা রফতানি কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে সরব হয়েছেন অনেকেই ৷ কংগ্রেসের পাশাপাশি এ নিয়ে মুখ খুলেছে আম আদমি পার্টির মতো অবিজেপি দলগুলিও ৷ তাদের দাবি, নির্দিষ্ট বয়সের মাপকাঠি দূরে সরিয়ে দেশের সকলকেই করোনার টিকা দেওয়া হোক ৷ এমনকী, অবিলম্বে টিকার রফতানি রুখতে স্বয়ং প্রধানমন্ত্রীকেও চিঠি লিখেছেন রাহুল গান্ধি ৷