পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Heavy Rain Lash Delhi-NCR: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি ও এনসিআর, হলুদ সতর্কতা জারি মৌসম ভবনের - Yellow Alert in Delhi NCR

গত দু’দিনের টানা বৃষ্টিতে সম্পূর্ণ বিপর্যস্ত দিল্লি ও এনসিআরের জনজীবন (Heavy Rain Lash Delhi-NCR) ৷ বহু রাস্তায় জল জমে যানজটের সমস্যা তৈরি হয়েছে ৷ আজ শুক্রবারেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে মৌসম ভবন (Yellow Alert in Delhi-NCR) ৷

Rains Continue to Lash Parts of Delhi and NCR IMD Issued Yellow Alert
Rains Continue to Lash Parts of Delhi and NCR IMD Issued Yellow Alert

By

Published : Sep 23, 2022, 10:40 AM IST

Updated : Sep 23, 2022, 11:09 AM IST

নয়াদিল্লি, 23 সেপ্টেম্বর: দিল্লিতে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন (Heavy Rain Lash Delhi-NCR) ৷ লাগাতার বৃষ্টির জেরে রাজধানীর বিভিন্ন এলাকায় জল জমে গিয়েছে ৷ যার জেরে ব্যাপক যানজট তৈরি হয়েছে জাতীয় রাজধানী ও তার সংলগ্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৷ প্রসঙ্গত, গত দু’দিন ধরে দিল্লি ও তার সংলগ্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েই চলেছে ৷ মৌসম ভবন (IMD) জানিয়েছে উৎসবের মরশুমের আগে শুক্রবার আরও বৃষ্টি হবে দিল্লিতে ৷

মৌসম ভবনের তরফে দিল্লি ও এনসিআর এলাকায় ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে (Yellow Alert in Delhi-NCR) ৷ সাধারণ মানুষকে নিচু এলাকাগুলিকে এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে ৷ মৌসম ভবনের তরফে একটি টুইট করে জানানো হয়েছে, ‘‘দক্ষিণ-দিল্লি, দক্ষিণ-পূর্ব দিল্লি, এনসিআর এলাকায় হালকা থেকে মাঝারি এমনকি ভারী বৃষ্টি হতে পারে ৷ যার মধ্যে রয়েছে, হিন্দন এএফ স্টেশন, গাজিয়াবাদ, ইন্দিরাপুরম, ছাপরাউলা, নয়ডা, দাদরি, গ্রেটার নয়ডা, গুরুগ্রাম, ফরিদাবাদ, মানেসর, বল্লভগড়, যমুনানগর, কুরুক্ষেত্র ৷ এই সব এলাকায় আগামী 2 ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷’’ গুরুগ্রাম থেকে শুরু করে বহু এলাকার জল যন্ত্রণার ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ।

মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, বর্ষার বিদায়ের আগে নতুন করে এই বৃষ্টি এ বছরের ঘাটতি অনেকটাই পূরণ করবে ৷ 22 সেপ্টেম্বর পর্যন্ত দিল্লি ও তার সংলগ্ন এলাকায় প্রায় 46 শতাংশ বৃষ্টির ঘাটতি মিটেছে ৷ যা আগামী কয়েকদিনে আর ঘাটতি মেটাবে বলে মনে করা হচ্ছে ৷ এই বৃষ্টির জেরে আরও একটি ভালো কাজ হয়েছে বলে জানাচ্ছে মৌসম ভবন ৷ এর জেরে দিল্লি ও এনসিআর এলাকার বাতাসে যে দূষণ ছিল, তা অনেকাংশে কমে যাবে ৷ পাশাপাশি, তাপমাত্রাও নিয়ন্ত্রণ করবে ৷

আরও পড়ুন:বিক্ষিপ্ত বৃষ্টিতে রাজ্যে বর্ষা বিদায়ের ইঙ্গিত

গত মঙ্গলবার মৌসম ভবন জানিয়ে ছিল, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু 17 সেপ্টেম্বরের নির্ধারিত সময়ের 3 দিন পর দক্ষিণ-পশ্চিম রাজস্থান এবং কচ্ছ অঞ্চলে সংলগ্ন এলাকা থেকে বিদায় নিয়েছে ৷ সাধারণত পশ্চিম রাজস্থান থেকে বর্ষা বিদায়ের এক সপ্তাহ পরে দিল্লি থেকে বর্ষা বিদায় নেয় ৷ তবে, গত 20 সেপ্টেম্বর দক্ষিণ-পশ্চিম রাজস্থান থেকে বর্ষা বিদায়ের পরবর্তী 5 দিনে কোনও ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল না দিল্লিতে ৷ ফলে, আচমকা এই বৃষ্টিতে কিছুটা অবাক মৌসম ভবনের আধিকারিকরাও ৷

Last Updated : Sep 23, 2022, 11:09 AM IST

ABOUT THE AUTHOR

...view details