মেহসানা (গুজরাত), 18 ফেব্রুয়ারি: এদেশে বিয়ে মানে এক এলাহি বিষয় ৷ শুধু পাত্র-পাত্রীর বন্ধন নয়, দুই পরিবারও এই সূত্রে নয়া বন্ধনে আবদ্ধ হয় ৷ ফলে বিয়ের অনুষ্ঠানের খরচ অনেক ৷ জাঁকজমক, খাওয়া-দাওয়ার বিশাল আয়োজন করে বিয়ে না করলে সমাজে ঠিক মুখরক্ষা হয় না, এই ধারণায় বিশ্বাসী মানুষের সংখ্যা কম নেই ভারতে ৷ ফলে, দিন দিন খরচসাপেক্ষ হয়ে পড়ছে বিয়ের অনুষ্ঠান ৷ তবে তাতে যে সমস্যা বিশেষ হচ্ছে তা নয় ৷ এদেশে বিবাহ অনুষ্ঠানে খরচের বাহুল্য প্রতি বছরই বাড়ছে ৷ সোশাল স্টেটাসের অন্যতম মাপকাঠি ধরা হয় বিয়ের অনুষ্ঠানকে ৷ ফলে খাওয়া-দাওয়া, গয়না, পোশাক, নাচ-গান, মণ্ডপ সাজানো ৷ সব মিলে এক রাজকীয় ব্যাপার ৷
সম্প্রতি এমনই এক বিয়ের বিয়ের সাক্ষী থাকল গুজরাতের মেহসানা জেলা ৷ তবে এই বিয়ে নজর কেড়েছে অন্য আরেকটি দিক দিয়ে ৷ কখনও শুনেছেন ছেলের বিয়ে বলে আনন্দে ছাদ থেকে মুঠো মুঠো 500 টাকার নোট উড়িয়ে দিচ্ছেন পরিবারের সদস্যরা ৷ আর সেগুলি হাওয়ায় ভাসতে ভাসতে এসে পড়ছে নীচে সমবেত জটোলার মাঝে ৷ এক কথায় নোটবৃষ্টি ৷ ঘটনাটি ঘটেছে মেহসানা জেলার কড়ি তালুকে ৷ গত তিনদিন ধরে এই 'ধনবর্ষার' ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে (money thrown in air during wedding) ৷