পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অভাব মেটাতে দেশজুড়ে গ্রিন করিডোরে অক্সিজেন এক্সপ্রেস - oxygen is a key element

দেশজুড়ে করোনা সংক্রমণের রেখাচিত্র ঊর্ধ্বমুখী ৷ সঙ্গে দোসর অক্সিজেনের অভাব, ভ্যাকসিনের অভাব ৷ এবার সেই অভাব মেটাতে "অক্সিজেন এক্সপ্রেস" চালু করল রেলমন্ত্রক ৷

"অক্সিজেন এক্সপ্রেস" ট্রেন চালু করলেন রেলমন্ত্রী
"অক্সিজেন এক্সপ্রেস" ট্রেন চালু করলেন রেলমন্ত্রী

By

Published : Apr 18, 2021, 8:07 PM IST

নিউ দিল্লি, 18 এপ্রিল: অক্সিজেনের অভাব মেটাতে এবার দেশজুড়ে "অক্সিজেন এক্সপ্রেস" ট্রেন চালু করল কেন্দ্রীয় সরকার ৷ এদিন "প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ করতে আর দ্রুত রোগীর কাছে পৌঁছাতে" এই ট্রেন চালুর ঘোষণা কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েলের ৷ এমনকী খুব তাড়াতাড়ি এক্সপ্রেস ট্রেন নিয়ে যেতে ব্যবস্থা করা হয়েছে গ্রিন করিডোরেরও ৷

রেলমন্ত্রী একটি টুইটে এদিন জানান, "কোভিড-19 বিরুদ্ধে যুদ্ধে কোনও উপায়ই বাদ রাখবে না রেলমন্ত্রক ৷" এই ট্রেনগুলিতে লিকুইড মেডিক্যাল অক্সিজেন (এলএমও) আর অক্সিজেন সিলিন্ডার পাঠানো হবে ৷

একটি সরকারি বিবৃতি অনুযায়ী দেশে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র আর মধ্য়প্রদেশ রেলমন্ত্রকে ইতিমধ্যেই জানিয়েছে "রেলমন্ত্রক কি লিকুইড মেডিক্যাল অক্সিজেন (এলএমও) ট্যাঙ্কার পাঠাতে পারবে" ৷ এতে আরও বলা হয়েছে অক্সিজেন, "কোভিড সংক্রমণের চিকিৎসায় অনেক ক্ষেত্রেই প্রাথমিক উপাদান" ৷

আরও পড়ুন: ঘাটতি অক্সিজেন থেকে অক্সিজেন পেতে সুপারের চিঠি হাতে ময়দানে তেজস্বী

অন্য একটি পোস্টে গোয়েল জানিয়েছেন যে, ট্রেনে আইসোলেশন বেডের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে সরকার ৷ রাজ্যের চাহিদা অনুযায়ী তিন লক্ষেরও বেশি আইসোলেশন বেডের ব্যবস্থা করা যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি ৷ তাঁর টুইটে "প্রধানমন্ত্রী নরন্দ্র মোদীর সরকার কোভিড-19-এর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ৷ দিল্লির শাকুর বস্তি স্টেশনে ইতিমধ্য়েই 800টি বেড সম্পন্ন 50টি কোভিড-19 আইসোলেশন কোচ আর আনন্দ বিহার স্টেশনে 25টি কোচের ব্যবস্থা করা হয়েছে ৷ দেশজুড়ে চাহিদা অনুযায়ী তিন লক্ষ আইসোলেশন বেডের ব্যবস্থা করতে পারে রেলমন্ত্রক ৷"

আজ সকালে 1.47 কোটি সংক্রমণের মধ্যে 2.61 লক্ষ নতুন সংক্রমণ, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ ৷

ABOUT THE AUTHOR

...view details