পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাজ্যে 696টি লোকাল ট্রেন চালাবে রেল

রেলমন্ত্রী পীযূষ গোয়েল টুইটারে লেখেন, "11 নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে 696টি সাব-আরবান ট্রেন চলবে । পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা গ্রহণের ফলে যাত্রীদের চলাচল সহজতর হবে এবং যাত্রাও সহজ হবে ।"

suburban services in West Bengal
suburban services in West Bengal

By

Published : Nov 9, 2020, 10:06 AM IST

দিল্লি, 9 নভেম্বর : রাজ্যে 696টি লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল । 11 নভেম্বর থেকে এই ট্রেনগুলি চালানো হবে বলে গতকাল জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল । এর আগে কেন্দ্রের কাছে লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানোর আবেদন করেছিল রাজ্য সরকার ।

কোরোনা সংক্রমণের জন্য মার্চ মাস থেকে বন্ধ ছিল লোকাল ট্রেন চলাচল । আর গত কয়েকদিন ধরে ট্রেন চালানোর দাবিতে রাজ্যের একাধিক স্টেশনে বিক্ষোভ দেখান যাত্রীরা । এরই মাঝে ট্রেন চালানো নিয়ে রেলকে চিঠি দেয় রাজ্য সরকার । তাদের মধ্যে বৈঠকে বুধবার থেকে লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় ।

গতকাল রেলমন্ত্রী পীযূষ গোয়েল টুইটারে লেখেন, "11 নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে 696টি সাব-আরবান ট্রেন চলবে । পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা গ্রহণের ফলে যাত্রীদের চলাচল সহজতর হবে এবং যাত্রাও সহজ হবে ।"

রাজ্য সরকারের তরফে আবেদন ও যাত্রীদের দাবিতে 11 নভেম্বর থেকে চালু হচ্ছে লোকাল ট্রেন । প্রথম ধাপে হাওড়া ডিভিশনে 202টি ও শিয়ালদহ ডিভিশনে 413টি ট্রেন চালু করা হবে । শিয়ালদা ডিভিশনে 413টির মধ্যে 270টি ট্রেন শিয়ালদা মেন ও নর্থ (সার্কুলার রেল) ও 143 টি ট্রেন শিয়ালদা দক্ষিণ শাখায় চালু করা হবে ।

ABOUT THE AUTHOR

...view details