বালাসোর, 3 জুন:দুর্ঘটনার পর শুক্রবার রাতে টুইট করে জানিয়েছিলেন ঘটনাস্থলে আসছেন তিনি ৷ সেই মতো শনিবার সকালে বালাসোর পৌঁছলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ এদিন বাহাঙ্গা রেলস্টেশন থেকে দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন তিনি ৷ তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেলমন্ত্রী জানান, একটা বড় মর্মান্তিক দুর্ঘটনা। মৃতদের আত্মার শান্তি কামনা করেছেন তিনি ৷ এবিষয়ে তদন্তের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে ৷
রেলমন্ত্রী আরও জানিয়েছেন, গতকাল রাত থেকেই এনডিআরএফ, এসডিআরএফ ও রাজ্য প্রশাসন সবাই মিলে উদ্ধার কাজ চালাচ্ছে ৷ আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে ৷ গতকাল আর্থিক সাহায্যের কথা জানানো হয়েছে। তিনি আরও জানান, টাটানগর থেকে শুরু করে সর্বত্রই চেষ্টা করা হচ্ছে রোগীদের পৌঁছে দিতে ৷ যাঁরা স্বজন হারিয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা রইল ৷ আপাতত দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজেই জোর দেওয়া হচ্ছে। প্রাথমিক এবং একমাত্র লক্ষ্য আহতদের যত দ্রুত সম্ভব উদ্ধার করা এবং উপযুক্ত চিকিৎসার বন্দোবস্ত করা। কাছাকাছি কটক, কলকাতা, ভুবনেশ্বরের মতো শহর রয়েছে। যেখানে সবচেয়ে ভালো চিকিৎসার সুযোগ থাকবে, সেখানেই সব ব্যবস্থা করা হবে ৷