নয়াদিল্লি, 5 মার্চ: দেশের প্রধান প্রধান রেলওয়ে স্টেশনগুলিতে বাড়ানো হল প্ল্য়াটফর্ম টিকিটের দাম ৷ অতিমারীর আবহে অবাঞ্ছিত ভিড় ঠেকাতেই এই উদ্যোগ বলে দাবি কর্তৃপক্ষের ৷ এতে রেলের আয়ও কিছুটা বাড়বে বলে মত ওয়াকিবহাল মহলের ৷ যদিও তা মানতে নারাজ রেল কর্তৃপক্ষ ৷
ইদানীংকালে একাধিকবার বেড়েছে প্ল্য়াটফর্ম টিকিটের দাম ৷ এমনকী, কোনও কোনও স্টেশনে তিন থেকে পাঁচবারও বাড়ানো হয়েছে প্ল্য়াটফর্ম টিকিটের দাম ৷ তাতে টিকিটের মূল্য বেড়ে হয়েছে 10 থেকে 30 টাকা ৷ কিন্তু এবার মুম্বই শহরের বিভিন্ন স্টেশন-সহ দেশের বাছাই করা কিছু রেলস্টেশনে প্ল্য়াটফর্ম টিকিটের দাম বেড়ে হবে 50 টাকা ৷
রেল মন্ত্রকের তরফে জারি করা একটি বিজ্ঞপ্তিতে এই প্রসঙ্গে বলা হয়, ‘‘রেলওয়ে স্টেশনে ভিড় নিয়ন্ত্রণ করার দায়িত্বে থাকেন ডিআরএম ৷ আমজনতা এবং রেলযাত্রীদের নিরাপত্তার স্বার্থেই সাময়িক একটি পদক্ষেপ করা হচ্ছে ৷ প্ল্য়াটফর্মে ভিড় কমাতেই প্ল্য়াটফর্ম টিকিটের দাম বাড়ানো হচ্ছে ৷ বাস্তব পরিস্থিতি বিচার বিবেচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৷ টিকিটের দাম কত হবে, তা ঠিক করবেন সংশ্লিষ্ট ডিআরএমরাই ৷ করোনা আবহের কথা মাথায় রেখেই এই ব্যবস্থা করা হয়েছে ৷’’
যদিও রেল মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, প্ল্য়াটফর্মে ভিড় নিয়ন্ত্রণের এই ব্যবস্থা নতুন নয় ৷ 2015 সালেই রেল স্টেশনের প্ল্য়াটফর্ম টিকিটের বাড়ানোর ক্ষমতা দেওয়া হয় ডিআরএমদের ৷