নয়াদিল্লি, 13 জানুয়ারি : গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতদের পরিবারগুলির জন্য পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করল রেল ৷ টুইট করে একথা ঘোষণা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ ৷ এছাড়া গুরুতর আহতদের 1 লাখ ও যারা অল্প জখম হয়েছেন তাদের জন্য 25 হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ৷ পরিস্থিতির দিকে নজর রাখছেন তিনি ৷ উদ্ধারকার্যের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন টুইটারে জানিয়েছেন তিনি ৷
আজ বিকেল পাঁচটা নাগাদ জলপাইগুড়ির ময়নাগুড়ির দোমোহনির কাছে লাইনচ্যুত হয় গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস (Guwahati-Bikaner Express derail) ৷ ট্রেনের 12টি বগিই ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ ট্রেনের একটি বগি অন্য একটির উপরে উঠে গিয়ে দুমড়ে মুচড়ে যায় ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, মৃত্যু হয়েছে পাঁচজনের ৷ আহত শতাধিক ৷ জানা গিয়েছে, বিকানের থেকে পটনা হয়ে গুয়াহাটি যাচ্ছিল ট্রেনটি ৷ তার আগে দোমোহানির কাছে দুর্ঘটনাটি ঘটে ৷ মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ পরিস্থিতি খতিয়ে দেখতে আগামিকাল দুর্ঘটনাস্থলে যাচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ ৷