পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Railway Employees get Bonus: ডিএ ঘোষণার দিনই বাড়তি সুখবর, 78 দিনের বোনাস পাবেন রেলকর্মীরা

কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয় ৷ আর সেই বৈঠকেই ডিএ বৃদ্ধির পাশাপাশি রেলকর্মীদের বোনাসের বিষয়টিও অনুমোদিত হয়েছে বলে জানা গিয়েছে ৷ এবার 78 দিনের বেতনের সমতুল্য বোনাস পাবেন রেলকর্মচারীরা ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Oct 18, 2023, 5:57 PM IST

Updated : Oct 18, 2023, 6:42 PM IST

নয়াদিল্লি, 18 অক্টোবর:একই দিনে জোড়া সুখবর রেলকর্মীদের জন্য ৷ ডিএ বৃদ্ধি ঘোষণার দিনই রেলওয়ের কর্মচারীদের জন্য বোনাস ঘোষণা করল ভারতীয় রেল ৷ এবার 78 দিনের বেতনের সমতুল্য বোনাস পাবেন রেলকর্মচারীরা ৷ বুধবার এমনটাই জানিয়েছে রেল ৷ রেলের মোট 11 লক্ষেরও বেশি নন-গেজেটেড কর্মী বোনাস পাবেন ৷

এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয় ৷ আর সেই বৈঠকেই ডিএ বৃদ্ধির পাশাপাশি রেলকর্মীদের বোনাসের বিষয়টিও অনুমোদিত হয়েছে বলে জানা গিয়েছে ৷ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা সমস্ত যোগ্য নন-গেজেটেড রেলওয়ে কর্মচারীদের জন্য 2022-23 আর্থিক বছরের জন্য 78 দিনের বেতনের সমতুল্য একটি উৎপাদনশীলতা লিঙ্কড বোনাস (পিএলবি) অনুমোদন করেছে ৷"

কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী, লোকো পাইলট, ট্রেন ম্যানেজার, স্টেশন মাস্টার, সুপারভাইজার, টেকনিশিয়ান, টেকনিশিয়ান হেল্পার, পয়েন্টসম্যান, মিনিস্ট্রিয়াল স্টাফ এবং অন্যান্য গ্রুপ 'সি' কর্মীরাও উপকৃত হবে ৷ কেবলমাত্র আরপিএফ এবং আরপিএসএফ কর্মীরা এই বোনাসের আওতায় পড়বেন না। অনুরাগ ঠাকুর এদিন জানিয়েছেন, বোনাস দেওয়ার জন্য সরকারের অতিরিক্ত এক হাজার 968 কোটি টাকা খরচ হবে ৷

সরকারের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, "রেল কর্মীদের চমৎকার পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ, কেন্দ্রীয় সরকার 11 লক্ষ সাত হাজার 346 জন রেল কর্মচারীর জন্য এক হাজার 968.87 কোটি টাকার পিএলবি প্রদানের অনুমোদন দিয়েছে। 2022-2023 সালে রেলের পারফরম্যান্স অত্যন্ত ভাল ছিল। রেলওয়ে এক হাজার 509 মিলিয়ন টন রেকর্ড কার্গো লোড করা হয়েছে ৷ একই সঙ্গে, প্রায় 6.5 বিলিয়ন (650 কোটি) যাত্রীবহন করেছে রেল ৷"

আরও পড়ুন: পুজোর মুখে 4 শতাংশ ডিএ বাড়াল কেন্দ্রীয় সরকার

পাশাপাশি যোগ করা হয়েছে, রেকর্ড পারফরম্যান্সে অবদান রাখার কারণগুলির মধ্যে রেলওয়ে-তে সরকার কর্তৃক মূলধন ব্যয়ের আধিক্য, পরিচালনায় দক্ষতা এবং উন্নত প্রযুক্তির কারণে অবকাঠামোর উন্নতিও হয়েছে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, "পিএলবি-এর অর্থ প্রদান রেলওয়ে কর্মচারীদের তাদের কর্মক্ষমতা আরও উন্নতির দিকে কাজ করার জন্য অনুপ্রাণিত করবে ৷ পিএলবি কার্যত কর্মীদে উৎসাহ দেওয়ার জন্য কাজ করবে।" (পিটিআই)

Last Updated : Oct 18, 2023, 6:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details