নয়াদিল্লি, 18 অক্টোবর:একই দিনে জোড়া সুখবর রেলকর্মীদের জন্য ৷ ডিএ বৃদ্ধি ঘোষণার দিনই রেলওয়ের কর্মচারীদের জন্য বোনাস ঘোষণা করল ভারতীয় রেল ৷ এবার 78 দিনের বেতনের সমতুল্য বোনাস পাবেন রেলকর্মচারীরা ৷ বুধবার এমনটাই জানিয়েছে রেল ৷ রেলের মোট 11 লক্ষেরও বেশি নন-গেজেটেড কর্মী বোনাস পাবেন ৷
এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয় ৷ আর সেই বৈঠকেই ডিএ বৃদ্ধির পাশাপাশি রেলকর্মীদের বোনাসের বিষয়টিও অনুমোদিত হয়েছে বলে জানা গিয়েছে ৷ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা সমস্ত যোগ্য নন-গেজেটেড রেলওয়ে কর্মচারীদের জন্য 2022-23 আর্থিক বছরের জন্য 78 দিনের বেতনের সমতুল্য একটি উৎপাদনশীলতা লিঙ্কড বোনাস (পিএলবি) অনুমোদন করেছে ৷"
কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী, লোকো পাইলট, ট্রেন ম্যানেজার, স্টেশন মাস্টার, সুপারভাইজার, টেকনিশিয়ান, টেকনিশিয়ান হেল্পার, পয়েন্টসম্যান, মিনিস্ট্রিয়াল স্টাফ এবং অন্যান্য গ্রুপ 'সি' কর্মীরাও উপকৃত হবে ৷ কেবলমাত্র আরপিএফ এবং আরপিএসএফ কর্মীরা এই বোনাসের আওতায় পড়বেন না। অনুরাগ ঠাকুর এদিন জানিয়েছেন, বোনাস দেওয়ার জন্য সরকারের অতিরিক্ত এক হাজার 968 কোটি টাকা খরচ হবে ৷