পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Railway Board Hikes DA: 4 শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়াল রেলওয়ে বোর্ড, দীপাবলির আগে খুশি কর্মীরা - 42 শতাংশ হারে মহার্ঘ ভাতা পান কর্মীরা

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য চার শতাংশ অতিরিক্ত ডিএ ঘোষণা করা হয়েছে। এবার রেলওয়ে বোর্ডের কর্মীদের জন্যও এই ঘোষণা হল। চলতি বছরের জুলাই মাস থেকেই অতিরিক্ত হারে ডিএ পাবেন কর্মীরা।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Oct 24, 2023, 9:19 AM IST

নয়াদিল্লি, 24 অক্টোবর: মহার্ঘ ভাতা বাড়ল রেলওয়ের বোর্ডের কর্মীদের। অতিরিক্ত 4 শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরের জুলাই মাস থেকে এই অতিরিক্ত পরিমাণে ডিএ পাবেন কর্মীরা। পরের মাসের বেতনের সঙ্গে এই অতিরিক্ত টাকা যুক্ত হয়ে যাবে। রেলওয়ে বোর্ডের তরফে সোমবার বিবৃতি জারি করে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। এখন 42 শতাংশ হারে মহার্ঘ ভাতা পান কর্মীরা। এবার থেকে পাবেন 46 শতাংশ হারে। সম্প্রতি অতিরিক্ত চার শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এরপর রেলওয়ে বোর্ডের এই ঘোষণা ছিল কার্যত সময়ের অপেক্ষা ছিল। এবার সেটাই হল।

ইতিমধ্যেই সপ্তম বেতন কমিশন কার্যকর হয়েছে। তার সূত্র ধরেই মহার্ঘ ভাতা বেড়েছে কেন্দ্রীয় সরকারের কর্মীদের। এবার রেলওয়ে বোর্ডের কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ল। বেসিক পে বা মূল বেতনের উপরেই এই মহার্ঘ ভাতা কার্যকর হবে। স্পেশাল পে বা বিশেষ বেতনের সঙ্গে এই মহার্ঘ ভাতা যুক্ত হবে না। দীপাবলির আগে কেন্দ্রীয় সরকার কর্মীদের বেতন বাড়াতে 15 হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা এই পরিমাণ টাকা বরাদ্দের মঞ্জরি দেওয়ার পরই অতিরিক্ত ডিএ দেওয়ার কথা ঘোষণা হয়ে যায়।

এদিকে রেলওয়ের বোর্ডের এই ঘোষণা স্বভাবতই খুশি কর্মী। রেলওয়ে কর্মীদের বিভিন্ন ইউনিয়ন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। অল ইন্ডিয়া রেলওয়েমেনস ফেডারেশনের সাধারণ সম্পাদক শিবগোপাল মিশ্র বলেন,"জুলাই মাস থেকে ডিএ বকেয়া ছিল। কর্মীদের প্রাপ্য ডিএ দীপাবলির আগে দেওয়ার কথা ঘোষণা হওয়ায় আমি খুশি।"

ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান রেলওয়ে মেনের সাধারণ সম্পাদক এম রাঘবৈ বলেন, "মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়টি উপভোক্তা মূল্য সূচকের উপর নির্ভর করে। কেন্দ্রীয় সরকার চার শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়িয়েছে। এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। তবে করোনার সময় বেশ কিছু দিন মহার্ঘ ভাতা বাড়ায়নি সরকার। এখন সেই অংশের মহার্ঘ ভাতা বাড়িয়ে দেওয়া উচিত। আমরা সেই দাবি করে আসছি। আগামিদনেও এই দাবিতে আমরা সরব হব।"

আরও পড়ুন:'ঘেউ ঘেউ না-করে ডিএ'র জন্য কামড়াতে হবে', রাজ্য সরকারি কর্মীদের পরামর্শ সুকান্তর

ABOUT THE AUTHOR

...view details