রায়গড়, 23 নভেম্বর: উচ্চবিত্ত এলাকায় ভুয়ো কলসেন্টার ৷ সেখান থেকেই গ্রাহকদের ফোন করে ঠকানোর কাজ হত । সূত্র মারফৎ খবর পেয়ে প্রায় 22 অভিযুক্তকে গ্রফতার করেছে ছত্তিশগড়ের পুলিশ ৷ ধৃতরা সকলেই পশ্চিমবঙ্গের বাসিন্দা । এই 8 তরুণ এবং 14 জন তরুণীর থেকে প্রায় 45 টি মোবাইল, নথিপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ পুলিশ তাদের 9 টি ব্যাংক অ্যাকাউন্ট হোল্ড করা হয়েছে (Raigarh police arrested 22 accused from different parts of West Bengal) ৷
রায়গড়-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতারণার ঘটনার তদন্ত শুরু করে পুলিশ । রায়গড়ের এসিপি অভিষেক উপাধ্যায়ের নেতৃত্বে 15 সদস্যের একটি দল গঠন করা হয়। তদন্তে নেমে এই দলের সদস্যরা পশ্চিমবঙ্গের যোগাযোগ পান । এরপরই শুরু হয় তল্লাশি অভিযান । সেই অভিযানে এই 22 অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পরে ট্রানজিট রিমান্ডে এ রাজ্যে নিয়ে আসা হয় ।