নয়াদিল্লি, 4 মে : এবার লকডাউনের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ এবিষয়ে আজ তিনি একটি টুইট করেন ৷ সেখানে কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তোলেন ৷
আজ টুইটে রাহুল গান্ধি লিখেছেন, "এই মুহূর্তে আমি লকডাউন চাই ৷ কারণ করোনা মোকাবিলার জন্য় কোনও সুনির্দিষ্ট পরিকল্পনা নেই কেন্দ্রীয় সরকারের ৷ উল্টে তারা করোনা ভাইরাসকে সাহায্য় করছে যাতে তা আরও ছড়িয়ে পড়ে ৷ এবং তা এমন একটা স্টেজে পৌঁছে গেছে যেখানে করোনাকে রোখার কোনও পথই নেই ৷ " পাশাপাশি দেশের বিরুদ্ধে অপরাধ করা হচ্ছে বলেও নিজের টুইটার হ্য়ান্ডেলে লেখেন তিনি ৷
আরও পড়ুন- বিহারে 15 মে পর্যন্ত লকডাউন, ঘোষণা নীতীশ কুমারের
একই সুরে সুর মিলিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধি ভঢড়া ৷ তিনিও আজ একটি এবিষয়ে টুইট করেন ৷ প্রধানমন্ত্রীর নতুন বাসভবন তৈরি নিয়ে তীব্র কটাক্ষ করেন তিনি ৷ সেখানে তিনি লেখেন, ‘‘দেশের মানুষ অক্সিজেন পাচ্ছেন না ৷ বেড পাচ্ছেন না ৷ ওষুধ পাচ্ছেন না ৷ কেন্দ্রীয় সরকারের উচিত এখন সর্বশক্তি দিয়ে সাধারণ মানুষের জীবন রক্ষা করা ৷ 13 হাজার কোটি টাকা দিয়ে দিয়ে এই মুহূর্তে প্রধানমন্ত্রীর বাসভবন তৈরি না করে সেই টাকা কোভিড চিকিৎসায় লাগানো উচিত ৷’’
এরসঙ্গে বেশ কয়েকটি সংবাদমাধ্য়মে প্রকাশিত খবরের কিছু অংশ শেয়ার করেন ৷ সেখানে করোনা চিকিৎসার অব্য়বস্থার ছবি তুলে ধরা হয়েছে ৷
এর আগেও বেশ কয়েকবার করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের ব্য়র্থতার অভিযোগ তুলে ধরেছেন রাহুল গান্ধি ৷ এবার লকডাউন প্রসঙ্গ উঠে এল তাঁর টুইটে ৷