পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jan 15, 2021, 4:00 PM IST

ETV Bharat / bharat

কৃষকদের শেষ করে দিতেই মোদি সরকারের কৃষি আইন, আক্রমণ রাহুলের

আজ, শুক্রবার কংগ্রেস কিষান অধিকার দিবস পালন করছে৷ তার জন্য ‘কিষানের জন্য আওয়াজ তুুলুন’ কর্মসূচিও নিয়েছে রাহুল-প্রিয়াঙ্কার দল৷ সব রাজ্যের রাজভবনের সামনে এই নিয়ে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছে কংগ্রেস৷ তারই অঙ্গ হিসেবে এদিন দিল্লিতে প্রতিবাদ কর্মসূচি করা হয় লেফটেন্যান্ট গর্ভনরের বাসভবনের সামনে৷

Rahul urges public to 'speak up' for farmers
কৃষকদের শেষ করে দিতেই মোদি সরকারের কৃষি আইন, আক্রমণ রাহুলের

দিল্লি, 15 জানুয়ারি : কৃষকদের পাশে থাকার বার্তা দিতে শুক্রবার দিল্লির লেফটেন্যান্ট গর্ভনর অনিল বাইজালের সরকারি বাসভবনের বাইরে বিক্ষোভ দেখাল কংগ্রেস৷ বিক্ষোভে শামিল হয়েছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি ও দলের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি৷ সেখানে দাঁড়িয়ে কেরলের ওয়েনাড়ের সাংসদ রাহুল অভিযোগ করলেন যে কেন্দ্রের মোদি সরকার কৃষকদের শেষ করে দেওয়ার জন্য এই কৃষি আইন নিয়ে এসেছে৷ তাই সরকারকে এই আইন প্রত্যাহার করতেই হবে৷ আর যতক্ষণ না তা হচ্ছে, ততক্ষণ কংগ্রেস লড়াই চালিয়ে যাবে৷

উল্লেখ্য, আজ, শুক্রবার কংগ্রেস কিষান অধিকার দিবস পালন করছে৷ তার জন্য ‘কিষানের জন্য আওয়াজ তুুলুন’ কর্মসূচিও নিয়েছে রাহুল-প্রিয়াঙ্কার দল৷ সব রাজ্যের রাজভবনের সামনে এই নিয়ে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছে কংগ্রেস৷ তারই অঙ্গ হিসেবে এদিন দিল্লিতে প্রতিবাদ কর্মসূচি করা হয় লেফটেন্যান্ট গর্ভনরের বাসভবনের সামনে৷ সেখানে দাঁড়িয়ে রাহুল অভিযোগ করেন যে এর আগে কেন্দ্রীয় সরকার জমি অধিগ্রহণ আইন এনে কৃষকদের জমি কেড়ে নিতে চেয়েছিল৷ কিন্তু কংগ্রেসের বাধায় তা করতে পারেনি৷ এবার কৃষি আইন নিয়ে দু-একজনের সুবিধা করে দিতে চাইছে৷

আরও পড়ুন :কৃষকরা অধিকার আদায়ের জন্য ক্ষমতাশীলদের বিরুদ্ধে লড়াই করছেন : রাহুল

গত বছর সেপ্টেম্বরে সংসদের বাদল অধিবেশন চলাকালীন কেন্দ্রের মোদি সরকার নতুন তিনটি কৃষি আইন পাস করায়৷ যা নিয়ে আন্দোলনে বসেছে কৃষকরা৷ যদিও কৃষকদের সঙ্গে আলোচনা করছে কেন্দ্রীয় সরকার৷ সুপ্রিম কোর্টও একটি কমিটি গঠন করে দিয়েছে৷ তবে সুযোগ বুঝে বিজেপির বিরুদ্ধে পথে নেমেছেন রাহুল গান্ধিরা৷ এদিন তিনি এই নিয়ে টুইটও করেন৷ দেশের মানুষের কাছে কৃষকদের জন্য ‘সত্যাগ্রহ’ করার জন্য আহ্বান জানান তিনি৷

ABOUT THE AUTHOR

...view details