কোয়েম্বাত্তোর (তামিলনাড়ু), 23 জানুয়ারি:ফের একবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জাতীয় তদন্তকারী সংস্থাগুলির অপব্য়বহারের অভিযোগ তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ শনিবার তাঁর তামিলনাড়ু সফরে গিয়ে মোদিকে নিশানা করেন রাহুল৷ তিনি বলেন, তামিল আবেগ, ভাষা, সংস্কৃতি বা ঐতিহ্য় সম্পর্কে কোনও ধারণাই নেই প্রধানমন্ত্রীর৷ তবুও জাতীয় তদন্তকারী সংস্থাগুলিকে ব্য়বহার করে দক্ষিণের এই রাজ্য়কে নিয়ন্ত্রণ করতে চাইছেন তিনি৷
শনিবার কোয়েম্বাটোরে একটি রোড শো করেন রাহুল৷ সেখানে জনসমক্ষে তিনি বলেন, তামিলনাড়ুর সঙ্গে তাঁর পারিবারিক যোগসূত্র রয়েছে৷ এবং তাঁর ঠাকুমা ও বাবার প্রতি তামিলনাড়ু বরাবর যে ভালোবাসা দেখিয়েছ, তারজন্য় তিনি চিরঋণী থাকবেন৷
এরপরই কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেন রাহুল৷ তিনি বলেন, ‘‘দিল্লিতে একটি সরকার আছে৷ যারা তামিল সংস্কৃতি, ভাষা ও ইতিহাসকে দমিয়ে রাখতে চায়৷ এবং প্রধানমন্ত্রী মনে করেন ভারতে শুধুমাত্র একটিই ভাষা, একটিই সংস্কৃতি এবং একটিই মতবাদ থাকবে৷ প্রধানমন্ত্রী মনে করেন, সারা ভারত শুধুমাত্র একজনেরই পুজো করবে৷ তিনি নরেন্দ্র মোদি৷ মোদি তামিল মানুষের ভাবাবেগ বোঝেন না৷‘‘
রাহুল গান্ধির দাবি, তামিলদের অধিকারের লড়াইয়ে সামিল হতেই তাঁর এই সফর৷
কেন্দ্রের সমালোচনা করতে গিয়ে ফের একবার বিমুদ্রাকরণ ও জিএসটি-র প্রসঙ্গ তোলেন রাহুল৷ তাঁর অভিযোগ, মোদি সরকারের এই দু‘টি পদক্ষেপ রাজ্য়ের ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ধ্বংস করে দিয়েছে৷ কংগ্রেস সাংসদের দাবি, কেন্দ্রীয় সরকার কেবলমাত্র পাঁচ-ছয়টি সংস্থার স্বার্থেই যাবতীয় কাজ করছে৷ রাহুলের কথায়, ‘‘একটা সময় শিল্পের উন্নতির ভরকেন্দ্র ছিল এই তামিলনাড়ু৷ কিন্তু এখন আর অতীতের সেই গরিমা নেই৷ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে জড়িত মানুষজন আমার সঙ্গে দেখা করেছেন৷ তাঁরা আমাকে বলেছেন, কিভাবে জিএসটি এই ধরনের শিল্পকে ধ্বংস করে দিয়েছে৷ ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে শেষ করার জন্য় সবরকম চেষ্টা করছেন মোদি৷ যার সঙ্গে সরাসরি জড়িয়ে রয়েছেন কৃষক, শ্রমিক ও ক্ষুদ্র ব্য়বসায়ীরা৷ শুধুমাত্র পাঁচ-ছয়টি সংস্থার স্বার্থে কাজ করছেন তিনি৷ আমরা এটা চলতে দিতে পারি না৷‘‘