পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গঙ্গায় দেহ ভাসানোর ঘটনায় প্রধানমন্ত্রীকে তোপ রাহুল গান্ধির - টুইট

উত্তরপ্রদেশের মধ্য দিয়ে বহমান গঙ্গায় ভেসে বেড়াচ্ছে লাশ ৷ এই ইস্যুতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিঁধলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ শনিবার হিন্দিতে একটি টুইট করেন তিনি ৷ লেখেন, ‘‘যিনি বলেছিলেন মা গঙ্গা তাঁকে ডাকেন, আজ তিনিই মা গঙ্গাকে কাঁদাচ্ছেন ৷’’

Rahul takes potshot at Modi over dead bodies in Ganga
গঙ্গায় দেহ ভাসানোর ঘটনায় প্রধানমন্ত্রীকে তোপ রাহুল গান্ধির

By

Published : May 15, 2021, 7:03 PM IST

নয়াদিল্লি, 15 মে : ‘‘যিনি বলেছিলেন মা গঙ্গা তাঁকে ডাকেন, আজ তিনিই মা গঙ্গাকে কাঁদাচ্ছেন ৷’’ করোনা আবহে গঙ্গায় মৃতদেহ ভেসে বেড়ানোর ঘটনায় ঠিক এই ভাষাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷

শনিবার হিন্দিতে একটি টুইট করেন রাহুল ৷ সেখানেই গঙ্গায় লাশ ভাসানো প্রসঙ্গে সরাসরি দেশের প্রশাসনিক প্রধানকে নিশানা করেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি ৷

প্রসঙ্গত, করোনা আবহে উত্তরপ্রদেশে গঙ্গার বহমান অংশে একের পর এক মৃতদেহ ভেসে যেতে দেখা গিয়েছে ৷ যা নিয়ে বিতর্কও হয়েছে বিস্তর ৷ অনেকেরই অভিযোগ, গঙ্গায় যাঁদের দেহ ভাসিয়ে দেওয়া হয়েছে, তাঁদের সকলেরই কোভিডে আক্রান্ত হয়ে প্রাণ গিয়েছে ৷

ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷ প্রশ্ন উঠেছে উত্তরপ্রদেশ সরকারের ভূমিকা নিয়েও ৷ এদিন রাহুল গান্ধি যে টুইট করেছেন, তার সঙ্গে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনও জুড়ে দিয়েছেন তিনি ৷ তাতে দাবি করা হয়েছে, এখনও পর্যন্ত গঙ্গার সংশ্লিষ্ট 1 হাজার 140 কিলোমিটার দীর্ঘ অংশে প্রায় 2 হাজার মৃত দেহ ভাসতে দেখা গিয়েছে ৷

আরও পড়ুন :উত্তর প্রদেশে, বিহারে, গঙ্গায় ভাসছে মৃতদেহ, হাতেনাতে পাকড়াও বিহারি সাউ

গত কয়েক দিনে উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় গঙ্গার তীরবর্তী এলাকায় মৃতদেহ গোপনে পুঁতে দেওয়ার অভিযোগ উঠেছে ৷ পরে গঙ্গার জলে মাটি ধুয়ে গিয়ে সেই মৃতদেহ উপরে উঠেছে ৷ একইভাবে রাতের অন্ধকারে নদীতে লাশ ফেলে যাওয়ারও অভিযোগ উঠেছে ৷

ABOUT THE AUTHOR

...view details