পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

করোনাতঙ্কে বাংলায় নির্বাচনী প্রচার বাতিল রাহুলের

এ রাজ্য়ের সমস্ত রাজনৈতিক সভা বাতিল করলেন রাহুল গান্ধি ৷ দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্য়া ৷ মৃতের সংখ্য়াও বাড়ছে ৷ এই পরিস্থিতিতে সভা ও মিছিল করা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে ৷ আর এবার আমজনতার কথা মাথায় রেখে সমস্ত সভা বাতিল করলেন ৷

rahul
রাহুল গান্ধি (ফাইল ফোটো)

By

Published : Apr 18, 2021, 12:19 PM IST

Updated : Apr 18, 2021, 2:46 PM IST

নয়াদিল্লি, 18 এপ্রিল : করোনা সংক্রমণ দিন দিন বাড়তে থাকায় এরাজ্য়ে তাঁর সমস্ত জনসভা বাতিল করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ আজ টুইট করে একথা জানালেন তিনি ৷ এবিষয়ে অন্য় দলের রাজনৈতিক নেতাদেরও বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করার আবেদন জানিয়েছেন ৷

দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্য়া ৷ মৃতের সংখ্য়াও বাড়ছে ৷ এই পরিস্থিতিতে সভা ও মিছিল করা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে ৷ আর এবার আমজনতার কথা মাথায় রেখে সমস্ত সভা বাতিল করলেন রাহুল গান্ধি ৷

রাজ্য়ে আর 3 দফা ভোটগ্রহণ বাকি রয়েছে ৷ বিধানভবন সূত্রে জানা গিয়েছিল, শেষ তিন দফার আগে নির্বাচনী প্রচারে এরাজ্য়ে আসবেন রাহুল ৷ বাদুড়িয়া, নোয়াপাড়া, মালদহ ও মুর্শিদাবাদের সভা করার কথা ছিল তাঁর ৷ কিন্তু কোভিড সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের কারণে সেই অনুষ্ঠানসূচি বাতিল করলেন কংগ্রেস নেতা রাহুল ৷ অনান্য় রাজনৈতিক দলগুলিকেও এবিষয়ে চিন্তাভাবনা করার আবেদন করেছেন ৷ তিনি তাঁর টুইটে লিখেছেন, "আমি সমস্ত রাজনৈতিক দলগুলিকে পরামর্শ দেব এই পরিস্থিতিতে রাজনৈতিক সভার ফল কী হতে পারে, তা নিয়ে ভাবনাচিন্তা করার জন্য় ৷ "

আরও পড়ুন-করোনার কোপ, পিছিয়ে গেল জেইই মেইন

ইতিমধ্য়ে কোভিডের জন্য় বড় সভা করা থেকে সরে দাঁড়িয়েছে বামফ্রন্ট ৷ কোভিড বিধি মেনে ছোটোখাটো সভা ও পথাসভা করার বিষয়ে জোর দিচ্ছে তারা ৷ এদিকে কোভিড পরিস্থিতির জন্য় রাজনৈতিক প্রচারের সময়সীমাতেও কাটছাঁট করেছে নির্বাচন কমিশন ৷ ভোটগ্রহণের 72 ঘণ্টা আগে নির্বাচনী প্রচার শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে ৷

Last Updated : Apr 18, 2021, 2:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details