নয়াদিল্লি, 20 জুলাই: অস্থির মণিপুরকে আরও বেশি করে চর্চায় নিয়ে এসেছে দুই মহিলার ভিডিয়ো। তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ এই ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র-সহ অন্য নেতা-নেত্রীরা ৷
উল্লেখ্য, 3 মে থেকে মণিপুরে হিংসার আগুন জ্বলছে ৷ 4 মে দু'জন মহিলাকে নগ্ন অবস্থায় প্রকাশ্যে রাস্তায় হাঁটানো হয় বলে অভিযোগ ৷ তাঁদের গণধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে ৷ দীর্ঘ দিন বাদে বুধবার এই ঘটনার ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ৷ এমনিতেই মণিপুর নিয়ে বিরোধীরা বারবার মোদি সরকারকে বিঁধছে ৷ তারপর এই ভিডিয়ো যেন সেই আগুনে নতুন করে ঘি ঢালল ৷ উল্লেখ্য, আজ থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে ৷ জানা গিয়েছে, সংসদে মণিপুর ইস্যু নিয়ে আলোচনার দাবি তুলবে বিরোধী দলগুলি ৷ শুধু তাই নয়, এই ইস্যুতে সংসদ উত্তালও হতে পারে।
আরও পড়ুন: অনেক হয়েছে মন কি বাত, এবার চাই মণিপুর কি বাত; ডেরেকের নিশানায় মোদি
মণিপুরে নগ্ন মহিলাদের ভিডিয়ো প্রসঙ্গে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি টুইটারে লেখেন, "প্রধানমন্ত্রী চুপ করে রয়েছেন ৷ তিনি কোনও পদক্ষেপ করছেন না ৷ আর তাতেই মণিপুরে হিংসার ঘটনা ঘটছে ৷" তিনি সদ্য গঠিত ইন্ডিয়া জোটের কথা উল্লেখ করেন ৷ রাহুল লেখেন, "মণিপুরে ভারতের ধারণাকে আক্রমণ করা হয়েছে ৷ এই অবস্থায় ইন্ডিয়া নীরব থাকবে না ৷ আমরা মণিপুরের মানুষের পাশে আছি ৷ শান্তিই এগিয়ে যাওয়ার একমাত্র রাস্তা ৷"