লখিমপুর, 7 অক্টোবর : দিনভর নাটক শেষে লখিমপুরে পৌঁছে মৃত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধি (Rahul Gandhi and Priyanka Gandhi Vadra) ৷ কংগ্রেসের তরফে শোকগ্রস্ত পরিবারকে সবরকম সাহায্যের আশ্বাস দিলেন তাঁরা ৷ উত্তরপ্রদেশ সরকার (Uttar Pradesh government) তাঁদের হিংসা বিধ্বস্ত জেলায় যাওয়ার ছাড়পত্র দেওয়ার পর গভীর রাতে সীতাপুর থেকে বোন প্রিয়াঙ্কাকে নিয়ে রাহুল গান্ধি পৌঁছান লখিমপুর খেরিতে (Lakhimpur Kheri) ৷
লখিমপুরে পৌঁছে কংগ্রেসের প্রতিনিধি দল প্রথমে মৃত লাভপ্রীত সিংয়ের (Lovepreet Sigh) বাড়িতে যান ৷ সেখান থেকে মৃত সাংবাদিক (Journalist) রমন কাশ্যপ (Raman Kashyap) এবং তারপর মৃত নাচাতার সিংয়ের (Nachatar Singh) পরিবারের সঙ্গে দেখা করেন ৷ আজ বাকি মৃত ব্যক্তিদের বাড়িতে যাওয়ার কথা কংগ্রেস সাধারণ সম্পাদকের প্রিয়াঙ্কা গান্ধি-সহ কংগ্রেসের প্রতিনিধি দলের ৷
মৃত কৃষকদের পরিবারদের ক্ষতিপূরণ দেওয়া প্রসঙ্গে রাতেই কংগ্রেসের সাধারণ সম্পাদক (Congress general secretary) প্রিয়াঙ্কা গান্ধি বঢরা (Priyanka Gandhi Vadra) সাংবাদিকদের বলেন, "3টি ক্ষতিগ্রস্ত পরিবার একটাই কথা বলেছে ৷ তাঁরা ক্ষতিপূরণ চান না, ন্যায়বিচার চান ৷" এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রমন্ত্রী (Union Minister of State for Home) অজয় কুমার মিশ্রার (Ajay Kumar Mishra) ইস্তফা চেয়ে তিনি বলেন, "এই পরিবারগুলি ন্যায় বিচার পাবে না, যতক্ষণ না পর্যন্ত মন্ত্রী পদত্যাগ করছেন ৷ তিনি যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী, তাই তিনি থাকলে নিরপেক্ষ তদন্ত সম্ভব নয় ৷"
আরও পড়ুন : Rahul-Priyanka lakhimpur : লখিমপুর পৌঁছলেন রাহুল-প্রিয়াঙ্কা
আর মন্ত্রীর ছেলে আশিস মিশ্রের (Ashish Mishra) বিরুদ্ধে এফআইআর (FIR) করা হলেও তাঁকে এখনও গ্রেফতার করা হয়নি ৷ কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা মন্ত্রীর ছেলের গ্রেফতারির দাবি জানিয়ে বলেন, "আমাদের ওরা এফআইআর বা কোনও নির্দেশ ছাড়াই গ্রেফতার করেছে ৷ তাহলে অপরাধীদের কেন গ্রেফতার করা হবে না ?"
রাহুল গান্ধি জানান, পরিবারের সদস্যরা ময়না তদন্তের (Post Mortem) রিপোর্টে সন্তুষ্ট নয় ৷ তিনি বলেন, "তাঁরা (মৃতদের পরিবারের সদস্যরা) অপরাধীদের যোগ্য শাস্তি চায় ৷ দোষী কে, তা সবাই জানে ৷ অভিযুক্তের বাবা স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হওয়ায় তাকে এখনও গ্রেফতার করা হয়নি ৷ আমরা এই পরিবারগুলির জন্য ন্যায়বিচার আদায় করতে এসেছি ৷"
সোমবার সকালে লখিমপুর খেরি যাওয়ার পথে সীতাপুরের গেস্ট হাউসে আটক করা হয় প্রিয়াঙ্কা গান্ধিকে ৷ পরে তাঁকে গ্রেফতার করা হয় ৷ সেই দিন থেকে টানা প্রায় আড়াই দিন সীতাপুর গেস্ট হাউসে 'বন্দি' ছিলেন প্রিয়াঙ্কা ৷বুধবার বিকেলে সীতাপুরের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (Sub-Divisional Magistrate, Sadar) প্যায়ারেলাল মৌর্য (Pyarelal Maurya) প্রিয়াঙ্কাকে ছেড়ে দেওয়ার কথা জানান ৷ তার পর রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধি সীতাপুর গেস্ট হাউজ থেকে একটি গাড়িতে লখিমপুরের উদ্দেশ্যে রওনা হন ৷ তাঁদের সঙ্গে ছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী (Punjab Chief Minister) চরণজিৎ সিং চান্নি (Charanjit Singh Channi), ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী (Chhattisgarh Chief Minister) ভূপেশ বাঘেল (Bhupesh Baghel), কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা (Randeep Surjewala) এবং দীপেন্দর হুডা (Deepender Singh Hooda) ৷
3 অক্টোবরের লখিমপুর খেরির মর্মান্তিক ঘটনায় মোট 8 জন মারা গিয়েছেন ৷