নয়াদিল্লি, 26 ডিসেম্বর: জম্মু ও কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্স এবং পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) সঙ্গে জোটের বিষয়টি মঙ্গলবার দলের নেতাদের সঙ্গে পর্যালোচনা করবেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ পাশাপাশি পঞ্জাবে আম আদমি পার্টির (আপ) সঙ্গে জোট নিয়েও আলোচনা হবে ৷ একই সঙ্গে জম্মু ও কাশ্মীর থেকে ধারা 370 বাতিল নিয়ে কংগ্রেসের অবস্থানও নির্ধারণ করা হবে সেখানে ৷
2023 সালের শুরুতে যখন ভারত জোড়ো যাত্রা নিয়ে কাশ্মীরে পৌঁছেছিলেন রাহুল গান্ধি, সেই সময় তাঁর পদযাত্রায় সামিল হয়েছিলেন ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা ও পিডিপি-র মেহবুবা মুফতি ৷ তার পর থেকেই এই দুই দলের সঙ্গে আঞ্চলিকস্তরের জোটের সম্ভাবনার বিষয়টি আলোচনায় রয়েছে ৷ ন্যাশনাল কনফারেন্স ও পিডিপি জাতীয়স্তরে ‘ইন্ডিয়া’ ব্লকের বৈঠকেও উপস্থিত থেকেছেন ৷
এই নিয়ে জম্মু ও কাশ্মীরে এআইসিসি-র তরফে দায়িত্বপ্রাপ্ত নেতা ভরতসিং সোলাঙ্কি বলেন, “ইন্ডিয়া জোট শক্তিশালী হচ্ছে৷ কিন্তু আমাদের দেখতে হবে কিভাবে আসন্ন লোকসভা নির্বাচন লড়তে হবে এবং দলের কৌশল কী হওয়া উচিত । রাহুল গান্ধি এবং মল্লিকার্জুন খড়গে 26 ডিসেম্বর একটি পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করবেন । তাঁরা রাজ্য নেতাদের বক্তব্য শুনতে চান ৷”
এর আগে জম্মু ও কাশ্মীরে লোকসভার ছ’টি আসন ছিল ৷ তখন অবশ্য লাদাখ জম্মু ও কাশ্মীরের অংশ ছিল ৷ 2019 সালের লোকসভা নির্বাচনে ন্যাশনাল কনফারেন্স ও বিজেপি তিনটি করে আসন জিতেছিল ৷ ওই ভোটের পর ক্ষমতায় এসে 2019 সালের 5 অগস্ট জম্মু ও কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা সরিয়ে দেয় মোদি সরকার ৷ বাতিল করা হয় সংবিধানের ধারা 370৷ জম্মু ও কাশ্মীরের পূর্ণরাজ্যের মর্যাদা সরিয়ে নেওয়া হয় ৷ লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করা হয় ৷ আর জম্মু ও কাশ্মীর হয় আরও একটি কেন্দ্রশাসিত অঞ্চল ৷
ধারা 370 বাতিল ও তা নিয়ে সুপ্রিম কোর্টের রায় সম্বন্ধে কাশ্মীরের মানুষ কী মনে করছেন, এই নিয়ে গত 16 ডিসেম্বর কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব একটি আলোচনা সভা করে ৷ ভরতসিং সোলাঙ্কির দাবি, কাশ্মীরের মানুষ ধারা 370 সরে যাওয়ার ফলে সমস্যায় পড়েছেন ৷ এই বিষয়টি পর্যালোচনা বৈঠকে উঠে আসবে ৷