গুয়াহাটি, 4 মার্চ: এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে আক্রমণ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Assam Chief Minister Himanta Biswa Sarma) ৷ পেগাসাস ইস্যুতে সরব হওয়ায় শুক্রবার তিনি কংগ্রেস নেতার তীব্র সমালোচনা করেছেন ৷ রাহুল বিদেশের মাটিতে ভারতকে বদনাম করছেন বলে হিমন্ত মন্তব্য করেন ৷ তিনি দাবি করেন, কংগ্রেস সাংসদ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে (Cambridge University) প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভাষণ দেওয়ার আড়ালে আসলে ভারতকে অপমান করেছেন ৷
প্রসঙ্গত, এর আগে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরও পেগাসাস ইস্যুতে রাহুল গান্ধির (Rahul Gandhi on pegasus issue) তীব্র নিন্দা করেছেন । তিনি বলেছিলেন, "রাহুলের বক্তব্য মিথ্যে এবং এর মাধ্যমে ভারতের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে ।" তিনি আরও বলেন, "এই মনোভাবের কারণেই পতন হচ্ছে কংগ্রেসের ।" পাশাপাশি কেন্দ্রী. মন্ত্রীর দাবি, রাহুলের মস্তিস্ক ছাড়া অন্য কোথাও পেগাসাসের অস্তিত্ব নেই।
রাহুল গান্ধির বক্তব্যের জবাব দিতে পরপর বেশ কয়েকটি টুইট করেছেন হিমন্ত বিশ্বশর্মা । তাঁর দাবি, রাহুলের অভিযোগের কোনও সত্যতা নেই । আগে বিদেশি এজেন্টরা আমাদের টার্গেট করত এখন নিজেদের লোকেরা বিদেশির মাটিতে আমাদের টার্গেট করছে । কেমব্রিজে রাহুল গান্ধির বক্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Prime Minister Narendra Modi) টার্গেট করার আড়ালে বিদেশের মাটিতে ভারতকে অপমান করার একটি মিথ্যা প্রচেষ্টা ছাড়া কিছুই নয় ।